Sunday, May 19, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গভুল সেন্টারে যাওয়া পরীক্ষার্থীকে গন্তব্যে পৌঁছে দিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ

ভুল সেন্টারে যাওয়া পরীক্ষার্থীকে গন্তব্যে পৌঁছে দিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ

সাথী প্রামানিক,পুরুলিয়া,২ ফেব্রুয়ারি: পরীক্ষা শুরুর আগে ভুল পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পৌঁছে বিভ্রান্তিতে পড়ল মাধ্যমিক পরীক্ষার্থী। পুরুলিয়ার হুড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা গ্রহণ কেন্দ্র ছিল হুড়া মহিলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আদিবাসী ছাত্রী বর্ণালী হাঁসদার। কিন্তু পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে ভুল করে লক্ষণপুর যগোদা সৎসঙ্গ ক্ষীরোদাময়ী বিদ্যাপীঠে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পৌঁছায় ওই মাধ্যমিক পরীক্ষার্থী। সেখানে গিয়েই নিজের ভুল বুঝতে ওই আদিবাসী ছাত্রীটি। বিষয়টি নজরে পড়ে হুড়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ মাহাতোর । তৎক্ষণাৎ নিজের গাড়িতে করে ওই মাধ্যমিক পরীক্ষার্থীকে ৫ কিমি দূরে সঠিক পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পৌঁছে দেন তিনি। অবশেষে ওই পরীক্ষার্থী নিজের পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পৌঁছে জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষায় বসল। প্রসেনজিৎ মাহাতোর এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা। এবছরের মাধ্যমিক পরীক্ষায় পুরুলিয়া জেলার চারটি মহকুমা মিলিয়ে মোট ৩৬৯ টি মাধ্যমিক স্কুলের পরীক্ষার্থীর সংখ্যা ৪১৯২৭ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১৯৮৯৮ এবং ছাত্রীর সংখ্যা ২২০২৯ জন। ছাত্র থেকে ছাত্রী সংখ্যা বাড়ছে এ জেলায়। জেলার মোট ১১৫ টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। তারমধ্যে মেন ভেন্যু ৪১ টি, এবং সাব ভেন্যু ৭৪ টি। পরীক্ষা সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মধ্যে শিক্ষা পর্ষদ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য ছাত্রছাত্রীদেরকে যাতে কোনো রকম সমস্যায় পড়তে না হয় সে জন্য জেলা আরটিও থেকে সমস্ত রুটে সঠিক সময়ে বাস চলাচলের ব্যবস্থা করা হয়। এছাড়াও পুরুলিয়া জেলার পাঁচটি ব্লক বান্দোয়ান, বাঘমুন্ডী, ঝালদা ১, ২ এবং আড়ষা ব্লক এলিফ্যান্ট জোন হওয়ার কারণে এখানে বন দফতরের তরফে সমস্ত ছাত্র ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে। প্রশ্নপত্র ফাঁস ও টুকলি রুখতে সিসিটিভির মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। সবমিলিয়ে এবছরের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন জেলা জুড়ে মোটের উপর শান্তিপূর্ণভাবে শুরু হল পরীক্ষা পর্ব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments