সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৮ এপ্রিল: পুরুলিয়া শহরের দেশ বন্ধু রোডে ভয়ংকর আগুন। বি এস এন এল কোয়ার্টার চত্বরে আগুন লাগে। চত্বরে থাকা বিশাল পাইপের স্তুপে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন লাগোয়া চারতলা আবাসন। আতঙ্কে সংলগ্ন আবাসন ছেড়ে বেরিয়ে চিৎকার করতে থাকেন কর্মীদের পরিবারের সদস্যরা। নিরাপদ দূরত্বে তাঁরা থাকলেও বাড়ির ভেতরে থাকা আসবাব জিনিসপত্র ক্ষতির আশঙ্কায় কার্যত প্রহর গুনতে হয় তাঁদের। কিছুটা দেরিতে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায়। পাশেই থাকা চারতলা ভবনে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়তে থাকে। আগুনের শিখা চারতলা ছাড়িয়ে যাওয়ার চিন্তার ভাঁজ দেখা গিয়েছিল ওই পরিবারগুলির। আবাসনে থাকা বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর তৎপরতায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল ও পুরুলিয়া সদর থানার পুলিশ। ঘটনার প্রত্যক্ষদর্শী রতন মাহাতো, প্রত্যক্ষদর্শী অস্থায়ী কর্মী রতন মাহাতো বলেন, “এখানে থাকা প্লাস্টিক জ্বালাতে গিয়ে বিপত্তি ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ঝোপে। সেখান থেকে পাশেই থাকা বিশাল পলিথিনের পাইপে আগুন ছড়িয়ে যায়।”
বিএসএনএল এর পুরুলিয়া শহরের কোয়ার্টার চত্বরে ভয়ংকর আগুন, আতঙ্কে আবাসন ছেড়ে পালিয়ে বাঁচলেন কর্মীদের পরিবার
RELATED ARTICLES