নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: খাবারে বিষক্রিয়ায় একই পরিবারের সাত জনকে শনিবার বিকালে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তরা হলেন সৌরভ মাল, লাল্টু মাল, অসিমা মাল,রিয়া মাল,শিলা মাল,মিলন মাল এবং রিঙ্কি মণ্ডল। তাদের বয়স ২০ থেকে ৩৭ এর মধ্যে। এদের প্রত্যেকের বাড়ি বর্ধমান শহর লাগোয়া সরাইটিকর গ্রামে। খাবারে বিষক্রিয়া তারা আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। শুক্রবার রাত থেকে তাদের শারীরিক সমস্যা শুরু হয়। পরিবারের এক সদস্য সৌরভ মাল বলেন, শুক্রবার দুপুরে তাদের পরিবারের একটি বিয়ের পাকা কথা হয়। সেই উপলক্ষে দু’টি পরিবার ডিমের ঝোল ভাত খেয়েছিল। বিকাল থেকে শরীর খারাপ হতে শুরু করে। গা বমি পায়খানা শুরু হয় কয়েকজনের। তারা ওষুধের দোকান থেকে কিছু ওষুধ কিনে খায়। শনিবার সকালে নবাবহাট এলাকার এক চিকিৎসককে দেখায়। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। তাই, শনিবার বিকালে সবাই বর্ধমান হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল জানাচ্ছে, আক্রান্ত সকলকে ইনফেকশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা শুরু হয়েছে।
ডিমের ঝোল খেয়ে বিষক্রিয়ায় বর্ধমান মেডিকেলে ভর্তি একই পরিবারের সাতজন
RELATED ARTICLES