নিজস্ব প্রতিনিধি,অন্ডালঃ উখরা স্কুল মাঠে শনিবার শুরু হল তিনদিনের সাব জুনিয়র (অনূর্ধ্ব ১৩) ফুটবল টুর্নামেন্ট। উখরা ফুটবল একাডেমী পরিচালিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে ছ’টি দল। প্রথম পর্যায়ের খেলা গুলি হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। শনিবার তিনটি খেলা হয়। প্রথম খেলাতে দুর্গাপুর সংঘশ্রী সংঘ দলকে ২-০ গোলে পরাজিত করে উখরা ফুটবল একাডেমি। দ্বিতীয় খেলাটি হয় উখড়া পূজারী ফুটবল ক্যাম্প ও ফড়ফরি ফুটবল স্কুল দলের মধ্যে। খেলাটি গোল শূন্যভাবে শেষ হয়। শেষ খেলাতে কুমারডিহি উদয়ন কোচিং ক্যাম্পের মুখোমুখি হয় উখরা ফুটবল একাডেমি। ২-০ গোলে জয়ী হয় উখরা ফুটবল একাডেমি।
শুরু হলো ৩ দিনের সাবজুনিয়ার ফুটবল টুর্নামেন্ট
RELATED ARTICLES