নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ ট্রেনের মধ্যে এক মহিলার থেকে চুরি যাওয়া সোনার গহনার প্যাকেট ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করল বর্ধমান জিআরপি। ঘটনায় গ্রেফতার হয়েছে একজন।ধৃতের নাম সঞ্জয় রায় ওরফে হালচুলিয়া।বাড়ি পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানার মাতিবাজার,শিবপুর এলাকায়। জিআরপি সূত্রে জানা গেছে, রবিবার আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য পানাগড় স্টেশন থেকে ডাউন আসানসোল লোকালে করে বর্ধমান যাচ্ছিলেন পানাগড়ের এক বাসিন্দা। বর্ধমান স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে নামার পর তিনি লক্ষ্য করেন তার ব্যাগের মধ্যে থাকা সোনার গহনার প্যাকেটটি নেই।এরপরই তিনি বর্ধমান জিআরপিতে লিখিত অভিযোগ জানান। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে জিআরপি।এরপরই সিসিটিভি ফুটেজ ও ঘটনার সময়কার পারিপার্শ্বিক পরিবেশ খতিয়ে দেখে বর্ধমান স্টেশন চত্বর এলাকা থেকে সঞ্জয় রায়কে আটক করা হয়।তল্লাশিতে সঞ্জয়ের কাছ থেকে প্রায় ৪০.৭৬ গ্রাম সোনার গহনা উদ্ধার করা হয়।এরপরই গ্রেপ্তার করা হয় সঞ্জয় রায়কে।ধৃতকে সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। জিআরপি সূত্রে জানা গেছে, ভাগ্নির বিয়েতে যোগ দেওয়ার জন্য ওই মহিলা নিজের সঙ্গে প্রায় সাড়ে ছ’ভরির মতো গহনা নিয়ে আসছিলেন। সেই গহনার অধিকাংশটাই উদ্ধার করা সম্ভবপর হয়েছে।বাকি গহনা উদ্ধারের জন্য ধৃতকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে সেই জন্য তাকে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।
২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার ট্রেনের মধ্যে মহিলা যাত্রীর চুরি যাওয়া সোনার গহনা
RELATED ARTICLES