নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া, ২১ এপ্রিল: তীব্র দাবদাহে জ্বলছে পশ্চিমের জেলা পুরুলিয়া। তাপমাত্রার পারদ গিয়ে ঠেকেছে ৪৩ এর ঘরে। নাজেহাল দশা জেলাবাসীর। আগামী ২৫ শে মে পুরুলিয়ায় ভোট। একদিকে রাজনৈতিক উত্তাপ অন্যদিকে দাবদাহে প্রচার করতে গিয়ে সমস্যায় পড়ছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। পুরুলিয়া লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তিরাম মাহাতো জানালেন এ দাবদায় প্রচার করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। আমরা আগেই নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়েছিলাম। কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো জানান। পুরুলিয়ার এই গরম নতুন নয় তাই এর মধ্যে প্রচার করতে হচ্ছে তবে ডাবের জল, ঠান্ডা পানীয় খেয়ে দুপুরে বিশ্রাম নিয়ে প্রচার করতে হচ্ছে।
