সংবাদদাতা,অন্ডালঃ শুক্রবার শুরু হল চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সকাল ১০ টা থেকে বেলা একটা পর্যন্ত পরীক্ষা হয়। প্রথম দিন পরীক্ষা তাই নির্দিষ্ট সেন্টারে অভিভাবকদের সাথে পরীক্ষার্থীরা এ দিন পৌঁছে গিয়েছিল সকাল সকাল। পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে বিভিন্ন সেন্টারে পুলিশের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জলের বোতল,পেন,গোলাপ ফুল উপহার দেওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের পক্ষ থেকেও এদের পরীক্ষার্থীদের দেওয়া হয় উপহার। উখড়া আদর্শ হিন্দি হাই স্কুলের সামনে উখরা অঞ্চল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা জলের বোতল পেন উপহার তুলে দেয় পরীক্ষাথীদের হাতে। পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা দিতে এই উদ্যোগ বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।