Sunday, October 13, 2024
Google search engine
HomeUncategorizedরেলের ই - টিকিট জালিয়াতিতে গ্রেফতার এক

রেলের ই – টিকিট জালিয়াতিতে গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: রেলের ই-টিকিট নিয়ে কালোবাজারী করার অভিযোগে পূর্ববর্ধমানের শক্তিগড় আরপিএফ মেমারীর পারিজাতনগর এলাকা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে,ধৃতের নাম দিব্যেন্দু মণ্ডল,বাড়ি মেমারীর মহেশডাঙ্গায়। গোপনসূত্রে খবর পেয়ে মেমারীর পারিজাত নগরে দিব্যেন্দু মণ্ডলের একটি মোবাইল দোকানে অভিযান চালায় শক্তিগড় আরপিএফ।অভিযানে ধৃতের কাছ থেকে ৫১টি ই-টিকিট বাজেয়াপ্ত করা হয় যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা।এ ছাড়াও একটা মোবাইল, একটা ল্যাপটপ,একটা কম্পিউটার ও নগদ ৩০১০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার ধৃতকে আদালতে পেশ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments