সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে সমর্থনের কথা জানালো শ্রমিক সংগঠন এইচএমএস। রবিবার বাঁকোলা এরিয়ার গুলমোহর ক্লাবের কমিউনিটি হলে সংগঠনের পক্ষ থেকে শত্রুঘ্ন সিনহার সমর্থনে একটি সভা করা হয়। সভাতে উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে বিষ্ণুদেব নুনিয়া, সংগঠনের জয়েন্ট জেনারেল সেক্রেটারি প্রফুল্ল চ্যাটার্জি সহ সাধারণ সমর্থক ও সদস্যরা। উক্ত সভাটিতে আমন্ত্রিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি ছাড়াও এই সভাতে যোগ দিয়েছিলেন তৃণমূলের ব্লক সভাপতি কিরিটি মুখোপাধ্যায় সহ অন্যরা। প্রফুল্ল চ্যাটার্জি বলেন এইচএমএস রাজনৈতিক প্রভাব মুক্ত স্বাধীন শ্রমিক সংগঠন। বিভিন্ন শিল্প সংস্থা সহ কয়লা খনিতে এই সংগঠন শ্রমিক স্বার্থে কাজ করে। বিজেপি শিল্প ও শ্রমিক বিরোধী দল। তারা একের পর একটি রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রি করে দিচ্ছে। শ্রমিকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই লোকসভা ভোটে সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট ও পশ্চিম বাংলায় তৃণমূলকে সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের সভাটি তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।