নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়ার ছাতনায় অভিযান চালাল ভূমি রাজস্ব দফতর। অভিযান চালিয়ে একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করেছে ওই দফতর। বালি পাচার রুখতে আগামীদিনেও এভাবে অভিযান চালানো হবে বলে জানিয়েছে ওই দফতর। বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের আড়রা এলাকায় দারকেশ্বর নদ থেকে মাঝেমধ্যেই বালি পাচারের অভিযোগ ওঠে। এবার তার হাতেনাতে প্রমাণ পেল ভূমি রাজস্ব দফতর। বিশেষ সূত্রে খবর পেয়ে ভূমি রাজস্ব দফতর হানা দেয় ওই এলাকায়। বালি বোঝাই অন্যান্য ট্রাক্টর পালিয়ে যেতে সমর্থ হলেও একটি বালি বোঝাই ট্রাক্টর ধরা পড়ে যায় ভূমি রাজস্ব দফতরের আধিকারকদের হাতে। ট্রাক্টরটির চালক বোঝাই করা বালির কোনো বৈধ নথি দেখাতে না পারায় ট্রাক্টরটিকে আটক করে ছাতনা থানার পুলিশের হাতে তুলে দেয় ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা।
ভূমি দফতরের অভিযানে আটক অবৈধ বালি বোঝাই ট্রাক্টর
RELATED ARTICLES