Monday, October 13, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গনিজেদের কার্যালয়ে সাড়ম্বরে বিজয়া সম্মেলনী আইএনটিইউসির

নিজেদের কার্যালয়ে সাড়ম্বরে বিজয়া সম্মেলনী আইএনটিইউসির

সংবাদদাতা,দুর্গাপুরঃ বাংলার সেরা উৎসব শারদীয়া দুর্গাপুজো শেষ হয়েছে কিন্তু তার রেষ হিসেবে সারা বাংলাজুড়েই চলছে বিজয়া দশমীর পর্ব। সাধারনত কালী পুজো পর্যন্ত বাংলায় এই প্রথা চলতে থাকে। ছোটোরা বড়দের পা ছুঁয়ে প্রনাম করে আর সমবয়সীরা পরস্পরকে কোলাকুলি করে শুভেচ্ছা জানায়। এই নিয়মের অঙ্গ হিসেবেই সমাজে আনুষ্ঠানিকভাবেও বিজয়া সম্মেলনের আয়োজন করে থাকে বিভিন্ন সংস্থা। যেমন সেইলের দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত শ্রমিক সংগঠন হিন্দুস্থান স্টীল ওয়ার্কারস ইউনিয়নের পক্ষ থেকে প্রতি বছরই সংগঠনের সদস্য সদস্যাদের নিয়ে আয়োজন করা হয় বিজয়া সম্মেলনের। এবারও তার ব্যতিক্রম হয়নি। ইস্পাত নগরীতে ইউনিয়নের সদর দপ্তর ৬/২, গুরুনানক রোডের সভাঘরে রবিবার অনুষ্ঠিত হয়ে গেল মনোজ্ঞ এই বিজয়া সন্মেলনী। এ যেন এক বাৎসরিক মিলনোৎসব। সারা বছর সবাই নিজেদের কর্ম ও সংসার নিয়ে ব্যস্ত থাকলেও এই একটা দিনে সবার সঙ্গে সবার দেখা হয়। সভায় সকলেই তাদের বক্তব্যে আগাম শুভ দীপাবলি,কালীপুজা ও ছটপুজোর শুভেচ্ছা জানান ও সৌভাতৃত্বের বার্তা দেন। একই সঙ্গে তাদের  ইউনিয়নকে আরও শক্তিশালী ও সঙ্ঘবদ্ধ করার আহ্বানও জানানো হয়। সমগ্র বিজয়া সন্মেলনী অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়নের কার্যকরী সভাপতি পরেশ নাথ কর্মকার। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক রজত দিক্ষিত, জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী,রানা সরকার,রবীন গাঙ্গুলী, অসীম মসান, অভিজিৎ সিনহা, শুভঙ্কর বোস,সমীর রায়,মিলন সিংহ, কৌশিক ব্যানার্জী প্রমুখ।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments