নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ কামদুনি মামলার প্রধান সাক্ষীকে খুন করা হয়েছে, অভিযোগ তুলেছে কামদুনিতে মৃতার পরিবার। একই অভিযোগ করেছেন, কামদুনি আন্দোলনের অন্যতম প্রতিবাদী মৌসুমী কয়ালও। তাঁদের আরও অভিযোগ, অর্ধেকের বেশির সাক্ষীর সাক্ষ্যগ্রহণই হয়নি। সুপ্রিম কোর্ট, হাই কোর্টের আগে আরও দু’টি আদালতে চলে কামদুনি মামলার বিচার। মৌসুমী কয়াল অভিযোগ করেছেন, ‘‘নগর দায়রা আদালতে বিচার চলার সময় পুলিশের ধাক্কা, লাঠির ঘায়ে জখম হন এই মামলার মূল সাক্ষী, মৃতার কাকা। মারাও যান। দশটা বছর ধরে এ ভাবেই খুন করা হয়েছে কামদুনির তদন্ত, সাক্ষী ও মামলাকে। তাই দোষীরা ছাড়া পেয়ে যাচ্ছে।’’ এবার কামদুনি কাণ্ডে বর্ধমানে পথে নামলো বিজেপি। বুধবার বর্ধমানের কার্জনগেট চত্বরে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।তাদের দাবী অবিলম্বে বেকসুর খালাস অপরাধীদের সাজা দিতে হবে।জেলা বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী রাখি মল্লিক বলেন,রাজ্য সরজার ও সিআইডির ব্যর্থতার জন্যই অপরাধীরা খালাস হয়েছে। আর সুপ্রিম কোর্টে যাবে বলে রাজ্য সরকার নাটক করছে।
কামদুনি কান্ডে খালাস অপরাধীরা,প্রতিবাদে বিজেপি
RELATED ARTICLES