নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ রাজ্য রাজনীতিতে পরিবর্তনের পর ২০১৬ সাল থেকে দীর্ঘ প্রায় আট বছর আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করার পর এবার সরিয়ে দেওয়া হল তাপস বন্দ্যোপাধ্যায়কে। তার জায়গায় এডিডিএ-র নতুন চেয়ারম্যান হলেন এই সংস্থারই ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকা শহরের বিশিষ্ট ব্যবসায়ী কবি দত্ত কে। শুক্রবার সরকারিভাবে রাজ্যের দুটি উন্নয়ন সংস্থার চেয়ারম্যান পদের বদলের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। জলপাইগুড়ি-দার্জিলিং উন্নয়ন পর্ষদের সৌরভ চক্রবর্তী এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তাপস বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে নতুন চেয়ারম্যানের নাম জানানো হয়েছে। প্রসঙ্গত, কয়েক বছর আগে সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক চলাকালীন কবি দত্তকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদের দায়িত্ব দিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতিরও চেয়ারম্যান করা হয় কবি দত্তকে। আর এবার তাঁকেই এডিডিএর মতো গুরুত্বপূর্ণ সরকারী সংস্থার সর্বোচ্চ পদ দেওয়ায় দুর্গাপুরের ব্যবসায়ী মহলে খুশির হাওয়া। কারন,কবি দত্তই প্রথম যিনি একজন অরাজনৈতিক ব্যক্তি হিসেবে এডিডিএর চেয়ারম্যান পদে বসলেন। আসানসোল ও দুর্গাপুর এই দুই শহরের উন্নয়নে এডিডিএ দীর্ঘ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রথম থেকেই এই সংস্থার চেয়ারম্যানের পদে বসানো হয়েছে জনপ্রতিনিধি তথা বিশিষ্ট কোনো রাজনৈতিক ব্যক্তিকে। এবার সেই ধারায় ছেদ পড়ল। নতুন এই দায়িত্ব পেয়ে কবি দত্ত বলেছেন,তিনি আসানসোল ও দুর্গাপুর শহরের সার্বিক উন্নয়নের জন্য সবার সহযোগিতা নিয়ে কাজ করবেন। তিনি নিজে একজন সফল ব্যবসায়ী তাই এবার আশা করা যায় আসানসোল ও দুর্গাপুর দুই শহরের শিল্পের প্রসারেও তিনি বিশেষ উদ্যোগ নেবেন।
আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান হলেন কবি দত্ত
RELATED ARTICLES