নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: আচমকা ঝড়ে লন্ডভন্ড বাঁকুড়ার বড়জোড়া ব্লকের দেজুড়ি গ্রাম, উড়ল একাধিক বাড়ির টিনের চাল, ক্ষতিগ্রস্থ প্রায় ২৫ টি বাড়ি, ছুটে যান স্থানীয় তৃণমূল বিধায়ক, সরকারি সাহায্যে আশ্বাস। মঙ্গলবার সন্ধ্যার মুখে বৃষ্টির পাশাপাশি আচমকাই প্রবল ঝড় বয়ে যায় গ্রামের উপর দিয়ে। ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে বেশ কয়েকটি বাড়ির টিনের চাল উড়ে যায়। ক্ষতিগ্রস্থ হয় গ্রামের কমপক্ষে ২৫ টি বাড়ি। খবর পেয়ে রাতেই গ্রামে ছুটে গিয়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আস্বাস দিয়েছেন বড়জোড়ার বিধায়ক। বাঁকুড়া জেলায় গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে তীব্র তাপপ্রবাহে রীতিমত নাকাল হন সাধারণ মানুষ। একদিকে প্রায় ৪৩ ডিগ্রী তাপমাত্রা, চড়া রোদ আর অন্যদিকে বাতাসে মাত্রাতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতির কারনে কার্যত গলদঘর্ম অবস্থা হয় জেলাবাসীর। এই পরিস্থিতিতে সকলেই সামান্য বৃষ্টির আশায় চাতক পাখির মতো বসে ছিলেন জেলার মানুষ। গতকাল বিকালে সেই বহু প্রত্যাশিত ঝড় বৃষ্টির দেখা মিললেও তা মোটেও সুখের হল না। বাঁকুড়ার বড়জোড়া ব্লকের দেজুড়ি গ্রামের জন্য। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল বিকাল ৫ টা নাগাদ দেজুড়ি গ্রামে প্রবল বজ্র বিদ্যুৎ সহযোগে বৃষ্টি শুরু হয়। বেশ কিছুক্ষণ বৃষ্টি চলার পর আচমকাই প্রবল বেগে দমকা ঝড় বইতে শুরু করে। অল্পক্ষণ স্থায়ী হলেও ঝড়ের তীব্রতা এতটাই ছিল যে ঝড়ে গ্রামের একাধিক বাড়ির টিনের চালা উড়ে যায়। উপড়ে পড়ে একাধিক গাছ। গ্রামবাসীদের দাবী ঝড়ে গ্রামে সবমিলিয়ে প্রায় ২৫ টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে রাতেই গ্রামে ছুটে যান বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়। নিয়ম মেনে স্থানীয় বিডিওর কাছে ক্ষতিগ্রস্থদের আবেদন করার পরামর্শ দেন। বিধায়কের দাবী সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

