দুর্গাপুর,৬ জুলাই: মুসলিম ধর্মের এক পবিত্র উৎসব মহরম। আবার ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী মহরম হলো প্রথম মাস অর্থাৎ এই মাস থেকেই ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী নববর্ষ শুরু। এই উপলক্ষে বিভিন্ন জায়গার সঙ্গে দুর্গাপুরের একাধিক এলাকায় তাজিয়া সহ মহরমের শোভাযাত্রা বের হয়। দুর্গাপুরের মেনগেট কাদারোড অঞ্চলে ত্যাগের পরব “মহরম” সম্পূর্ণ ধর্মীয় মর্যাদায় পালন করা হয়, শহীদ হজরত ইমাম হুসেইন এর স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। তানজিম মিলন কমিটির এই শোভাযাত্রায় অন্যদের সঙ্গে অংশ নেন সমাজসেবী তরুণ রায়। অন্যদিকে, ইস্পাত নগরীর জে সি বোস এলাকায় সোহাদ ইন কারবালা কমিটির পরিচালনায় সুদৃশ্য তাজিয়া সহ এক বিশাল শোভাযাত্রা বের হয়। কমিটির পক্ষে মহম্মদ আজিজ জানান, মহরমের তাজিয়া নিয়ে স্টিল টাউনশিপের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রামানুজম মসজিদে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড এর প্রাক্তন পৌরমাতা ধৃতি জালান, যুব তৃণমূল নেতা বান্টি সিং প্রমুখ। এছাড়াও এদিন বেনাচিতি এলাকায় নইম নগর ও মসজিদ মহল্লায় উৎসাহের সঙ্গে মহরম পালিত হয়। তাদের শোভাযাত্রা বেনাচিটি সহ বিভিন্ন এলাকা দীর্ঘক্ষণ ধরে পরিক্রমা করে। শোভাযাত্রা ঘিরে যাতে কোথাও কোনো অশান্তি না হয় তারজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়ে ছিল।
দুর্গাপুর জুড়ে বিভিন্ন জায়গায় পালিত হল মহরম
RELATED ARTICLES