সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী আবাসন এলাকা জুড়ে বিগত এক পক্ষকালের বেশি সময় ধরে পানীয় জলের তীব্র সমস্যা দেখা দিয়েছে। নিয়মিতি ও প্রয়োজন মতো পানীয় জল পাচ্ছেন না ইস্পাত নগরীর বাসিন্দারা। এনিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে নাগরিকদের মধ্যে। অভিযোগ,এই সমস্যা নিয়ে ডিএসপি কর্তৃপক্ষ আগাম কোনো বার্তা দেয়নি। পানীয় জলের সরবরাহ বারবার বিঘ্নিত হলেও ডিএসপি কর্তৃপক্ষ উদসীনতা দেখিয়ে চলেছে বলে এলাকাবাসীদের অভিযোগ। ডিএসপির আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারন সম্পাদক রজত দীক্ষিত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন,কেন পানীয় জলের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিএসপি কর্তৃপক্ষ দিনের পর এভাবে টালবাহানা করছে,সেটা ইস্পাতনগরীর মানুষ জানতে চায়। তিনি বলেন,বিগত পক্ষকাল ধরে পানীয় জল পাওয়া যাচ্ছে না। যদিও বা মাঝে মধ্যে সরবরাহ হচ্ছে সেটা খুবই কম সময়ের জন্য। ফলে ইস্পাত নগরীর আবাসনগুলিতে পর্যাপ্ত জল পৌঁচচ্ছে না। সেই সঙ্গে কল থেকে নোঙরা ঘোলা জল বের হচ্ছে,যা পানীয়ের অযোগ্য। তিনি জলের এই সংকট নিয়ে জানান,ইস্পাতনগরীতে পানীয় জলের সংকট নতুন ঘটনা নয়। দীর্ঘকালের এই সমস্যা মেটাতে নাচন ড্যাম থেকে বিকল্প জলের উৎসের ব্যবস্থা করার জন্য ডিএসপিকে প্রস্তাব দেওয়া হলেও তা নিয়ে কর্তৃপক্ষ কোনো আগ্রহ দেখাচ্ছে না। ফলে পানীয় জলের ধারাবাহিক সংকটের শিকার হতে হচ্ছে ইস্পাত নগরীর বাসিন্দাদের। উল্লেখ্য, রবিবার ডিএসপির প্রশাসনিক ভবনের সামনে বোতলে করে ঘোলা জল নিয়ে বিক্ষোভে সামিল হয় আইএনটিইউসির নেতাকর্মী সহ এলাকাবাসীর একাংশ। অন্যদিকে,ডিএসপির তরফে জানানো হয়েছে পাইপ লাইনের কাজ চলছে বলে কিছুদিনের জন্য এই সমস্যা দেখা দিয়েছে। শীঘ্রই ঠিক হয়ে যাবে।




