নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপন পাঁচ কিলোমিটার সম্প্রীতির দৌড় প্রতিযোগিতা হয়ে গেল বাঁকুড়ায়। শীতের সকালে কুয়াশা ঘন ভোরের আলো গায়ে মেখে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন ৫০ জন মহিলা সমেত আড়াইশো জন প্রতিযোগী। বাঁকুড়া তামলিবাঁধ থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা বাঁকুড়া শহর প্রদক্ষিণ করে বাঁকুড়ার মাচানতলা এসে শেষ হয়। মহিলা এবং পুরুষ বিভাগের পৃথক প্রথম তিনজন প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দিলেন জেলার পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে শেষ করলেন জেলার পুলিশ সুপার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও।
বাঁকুড়ায় ৫ কিমি ম্যারাথনে অংশ নিয়ে শেষ করলেন পুলিশ সুপারও
RELATED ARTICLES