নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর থেকে মন্দারমনিতে বেড়াতে গিয়েছিল দুর্গাপুরের ৬ যুবক। কিন্তু, সেখানে সমুদ্রে স্নান করতে নেমে জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে তিনজনের। অবশেষে বুধবার গভীর রাতে অ্যাম্বুলেন্সে করে তিনজনেরই দেহ নিয়ে আসা হয় দুর্গাপুরে। মৃতদেহ আসতেই কান্নায় ভেঙে পড়েন এলাকাবাসীরা। বুধবার রাতেই দুর্গাপুরের বীরভানপুর শ্মশানে দাহ করা হয় তিনজনের দেহ। উল্লেখ্য,রবিবার রাতে দুর্গাপুর থেকে ৬ বন্ধু মন্দারমনির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সোমবার সকালে মন্দারমনির সি কুইন হোটেলে ওঠেন ৬ বন্ধু। মঙ্গলবার সকালে মন্দারমনি সমুদ্রে স্নান করতে নামেন তাঁরা। স্নান করতে নেমে সমুদ্রে তলিয়ে যান ৩ বন্ধু। সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে নুলিয়ারা ও পুলিশ। ততক্ষণে দুজনের মৃত্যু হয় তলিয়ে। মৃতদের নাম সমর চক্রবর্তী (৩৫) দুর্গাপুরের ইস্পাত নগরীর এস এন বোস এলাকার বাসিন্দা ও কৌশিক মণ্ডল (৩২) ভিরিঙ্গি ধর্মরাজতলা এলাকার বাসিন্দা। আরও একজন ঋত্বিক বড়াই এর মৃতদেহ উদ্ধার হয়ে অনেক পড়ে। তার বাড়ি বেনাচিতির কাইজার লেন এলাকায়। মৃতদের মধ্যে সমর চক্রবর্তী পেশায় একজন সেলসম্যান ছিলেন। অন্যদিকে কৌশিক মণ্ডল বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। এই ঘটনার পর থেকে শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা।
মন্দারমনি থেকে তিন যুবকের মৃতদেহ দুর্গাপুরে আসতেই শোকস্তব্ধ এলাকা
RELATED ARTICLES