সাথী প্রামানিক,পুরুলিয়াঃ বলরামপুর থানার রসুলডি গ্রামের এক প্রৌঢ়কে অপহরণ করে খুন করার অভিযোগে গ্রেফতার হল দুই ব্যক্তি। ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে পুলিশ হেফাজত হয়। ধৃতদের নাম ইমারুল আনসারি ওরফে সনু এবং আলম আনসারি। ধৃতরা ওই প্রৌঢ় হাতিম আনসারি (৫০)র প্রতিবেশী হলেও বর্তমানে তারা ঝাড়খণ্ডের জামশেদপুর থানার আজাদনগরের বাসিন্দা। গত ৭ মার্চ রবিবার সন্ধ্যায় বলরামপুর থানার রসুলডি গ্ৰামের বাসিন্দা বছর পঞ্চাশের হাতিম আনসারী দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে অপহৃত হন। তারপর পরিবারের লোকজন সেই খবর জানতেই বলরামপুর থানায় একটি লিখিত অভিযোগ জানান। বলরামপুর থানার পুলিশ তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে কয়েকজনকে সন্দেহ হয় পুলিশের। তাদের জিজ্ঞাসাবাদ করে ওই অপহৃত প্রৌঢ়র খোঁজ পায় পুলিশ। পুলিশের একটি দল তদন্তে ঝাড়খণ্ডের রাঁচি জেলার দশমফলস থানার একটি জঙ্গল এলাকার মেঠো রাস্তার উপর কার্লভাটের তলায় ওই প্রৌঢ়র দেহের খোঁজ পায়। সেখান থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। পুলিশি তদন্তে উঠে আসে একটি সাদা রঙের সুইফ্ট গাড়িতে করে দুষ্কৃতীরা অপহরণ করে ওই প্রৌঢ়কে। পুরানো জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে বলে জানান পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি। তিনি বলেন, “সব কিছু খতিয়ে দেখে তদন্ত চলছে। “
প্রৌঢ়কে অপহরণ করে রাঁচি নিয়ে গিয়ে খুনের ঘটনায় গ্রেফতার দুই
RELATED ARTICLES