সার্থক কুমার দে, দুর্গাপুর: ফের তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতির দায়িত্বে রইলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। সোমবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের অফিসিয়াল সমাজ মাধ্যমে দলের নতুন জেলা সভাপতি ও চেয়ারপার্সনদের নাম বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। উল্লেখ্য গত বিধানসভা ভোটের পর পশ্চিম বর্ধমান জেলায় দলের সংগঠনে রদবদল ঘটানো হয়। জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয় পাণ্ডবেশ্বর এর তৃণমূল বিধায়ক নরেন চক্রবর্তীকে। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচন ও সাম্প্রতিককালে হওয়া পঞ্চায়েত ভোটে নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে জেলায় ভালো ফল করে তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলার সভাপতির দায়িত্বের পাশাপাশি তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় বীরভূম জেলার দলের পর্যবেক্ষকের। সাম্প্রতিক নির্বাচন গুলিতে ভালো ফলের জন্যই ফের জেলা সভাপতির দায়িত্ব তাকে দেওয়া হল বলে মত দলের জেলা নেতৃত্বের। অন্যদিকে জেলা চেয়ারপার্সন এর দায়িত্ব পান উজ্জ্বল চট্টোপাধ্যায়। জেলা সভাপতি দায়িত্বে নরেন চক্রবর্তীর নাম ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী, সমর্থকরা উৎসবে মেতে উঠেন। দুর্গাপুর সহ বেশ কয়েকটি জায়গায় সবুজ আবির, মিষ্টিমুখ, আতশবাজি জ্বালিয়ে উৎসব করতে দেখা যায় সমর্থকদের। নরেন্দ্রনাথ বাবু জানান, পুনরায় জেলা সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ। আসন্ন লোকসভা ভোটে জেলার আসানসোল ও দুর্গাপুর দুটি কেন্দ্রেই দল জিতবে বলে জানান নরেন বাবু।
জেলা সভাপতির দায়িত্ব রইল নরেনের হাতেই
RELATED ARTICLES