Tuesday, September 10, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাঁকুড়ায় বদল তৃণমূল জেলা সভাপতি ও চেয়ারম্যান

বাঁকুড়ায় বদল তৃণমূল জেলা সভাপতি ও চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ রাজ্যের পাশাপাশি বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের রদবদলের ঘটল। এদিন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসেরের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জেলার সাংগঠনিক রদবদল করা হয়। এতদিন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি ছিলেন দিব্যেন্দু সিংহ মহাপাত্র। তাকে সরিয়ে এবার জেলা তৃণমূলের সভাপতি দায়িত্ব দেওয়া হলো বর্তমান তালডাংরার বিধায়ক, প্রাক্তন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অরূপ চক্রবর্তীকে। অন্যদিকে রদবদল করা হয়েছে জেলা চেয়ারম্যানের পদেও। সেখানে আনা হয়েছে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের লড়াকু নেত্রী প্রাক্তন আইএনটিটিইউসির জেলা সভানেত্রী, বর্তমান বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদারকে। লোকসভা নির্বাচনে দুয়ারে দাঁড়িয়ে এই রদবদল কিছুটা হলেও তৃণমূল দলকে ভরসা যোগাবে এমনটাই আশাবাদী রাজনৈতিক মহল। জেলা সভাপতি বদল কে কটাক্ষ করেছে বিজেপি। সভাপতি বদল হওয়াতে বিজেপিই লাভবান হবেন বলে দাবি কেন্দ্রীয় শিক্ষাপ্রতি মন্ত্রী সুভাষ সরকারের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments