বেবি চক্রবর্ত্তী,কলকাতা,২৭ আগষ্ট:ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে মঙ্গলবার দুপুর থেকে উত্তাল হয়ে উঠল কলকাতা ও হাওড়ার একাধিক রাস্তা। ছাত্র আন্দোলন রুখতে পুলিশের জলকামান এবং টিয়ার গ্যাস। নবান্ন অভিযানে তুলকালাম ছাত্র আন্দোলন। নবান্ন অভিযানে রণক্ষেত্র হাওড়া – সাঁতরাগাছি। হাওড়া ব্রিজে ব্যারিকেড উপরে উঠিয়ে চলে প্রতিবাদ। পুলিশের লাঠিচার্জ। পুলিশ এর সাথে ধস্তাধস্তি ছাত্রদের। পুলিশের ওপর চলে ছাত্রদের ইট বৃষ্টি । ছাত্র আন্দোলন রুখতে পুলিশের লাঠিচার্জ। ব্যারিকেড ভেঙে। জাতীয় পতাকা হাতে চলে ছাত্র আন্দোলন। ঢালাই করা ব্যারিকেড ভেঙে চলছিল ছাত্র আন্দোলন। এই আন্দোলন ভাঙতে পর পর টিয়ার গ্যাস। দফায় দফায় পুলিশের জল কামান কাঁদানে গ্যাস। ফোরশোর রোডে পুলিশ কে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। আন্দোলনকারীদের দমাতে সাঁতরাগাছি তে আন্দোলন রুখতে বাড়তি ফোর্স। সাঁতরাগাছি তে আন্দোলন রুখতে ছাত্র সমাজ এবং পুলিশের খন্ড যুদ্ধ। হাওড়ার পুলিশ কে মার আবার অন্যদিকে পুলিশ কে উদ্ধার করে আন্দোলনকারীরাই। কৌশল বদলে মহিলা আন্দোলনকারীদের সামনে রেখেই বিক্ষোভ। হাওড়া ময়দানে পাল্টা লাঠিচার্জ পুলিশের। ফোরশোর রোডে দফায় দফায় অশান্তি। ময়দানে লোহার কাঠামো ভাঙার চেষ্টা। হাতে হাওয়াই চটি মুখে স্লোগান। পুলিশের জল কামান উপেক্ষা করেই চলেছিল ছাত্র আন্দোলন। এই আন্দোলনকারীরা জামা খুলে মাথায় বেঁধে দফায় দফায় জল কামান এর জেরে ভিজে জামা নিংড়ে মাথায় বেঁধে করেছে ছাত্র আন্দোলন। যুদ্ধ ক্ষেত্র হাওড়া ময়দান। এই হাওড়া ময়দানে মাথা ফাটল পুলিশের। নবান্নে কাছে ফোরশোর রোডে মহিলাদের অবস্থান বিক্ষোভ। একাধিক ছাত্রকে আটক করেছে পুলিশ সংখ্যা এখনও জানা যায়নি। মহাত্মা গান্ধী রোডে পুলিশের দিকে উড়ে আসে ইট। এই আন্দোলন কোন দলীয় পতাকা নয় জাতীয় পতাকা হাতে বিক্ষোভ ছাত্রদের। বিক্ষিপ্তভাবে এই আন্দোলন সামাল দিতে পুলিশ কে হিমসিম খেতে হয়। অনবরত কাঁদানে গ্যাস ফাটাতে হয়, লাঠি চার্জ করতে হয়। অন্যদিকে, আন্দোলনকারীদের ওপর পুলিশের আক্রমনের প্রতিবাদে আগামীকাল বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘোষণা করেছেন। অন্যদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ এই আন্দোলনকে বাংলাকে অশান্ত করার চক্রান্ত বলে তীব্র সমালোচনা করে বাংলা বনধ ব্যর্থ করার আবেদন করেছেন। বিকেল চারটের পরও হাওড়ায় আন্দোলন চলতে থাকে। পুলিসের গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। গাড়িও ভাংচুর করা হয় পুলিশের।
ছাত্রদের নবান্ন অভিযানে ঝরল রক্ত,বিজেপির ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক
RELATED ARTICLES