Saturday, September 7, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গভিজিলেন্স উইক উপলক্ষ্যে পেন্টিং ও আঁকা প্রতিযোগিতা

ভিজিলেন্স উইক উপলক্ষ্যে পেন্টিং ও আঁকা প্রতিযোগিতা

সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ  খনি সংস্থা ইসিএলে সাড়ম্বরে পালন করা হচ্ছে ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক। এই উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার সংস্থার বাঁকোলা এরিয়া অফিস কনফারেন্স হলে পেন্টিং ও আঁকা প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতাতে অংশ নিয়েছিল সংস্থার কর্মীদের অনূর্ধ্ব ১৩ বছর বয়সী ৩০ জন ছেলে মেয়ে। “দুর্নীতি দমন সচেতনতা” এই বিষয় ছিল পেন্টিং ও ছবি আঁকার প্রতিযোগিতায়। এটির উদ্বোধন করেন বাঁকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার সঞ্জয় কুমার সাহু। উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য আধিকারিকেরাও। এরিয়ার এক আধিকারিক জানান, পেন্টিং ও আঁকা ছবিগুলি সংস্থার ভিজিলেন্স দপ্তরে পাঠানো হবে। পুরস্কৃত করা হবে সফল প্রতিযোগিদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments