নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ কাঁকসা ব্লকের মলানদিঘিতে নতুন একটি জিম এর উদ্বোধন হল রবিবার। এটির উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথরিটি তথা এডিডিএর সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান কবি দত্ত। কাঁকসা ব্লকের অন্যতম বড় পঞ্চায়েত এলাকা হল মলানদিঘি। এখানে একটি বেসরকারী ইঞ্জিনিয়ারিং কলেজ যেমন রয়েছে তেমনই রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানও। কিন্তু,শরীর চর্চার তেমন কোন সুবিধা ছিল না। এবার সেই অসুবিধা দূর করবে ‘ফিট এ্যান্ড ফ্লেক্স’ নামের নতুন এই জিম। জিমের কর্ণধার অনিকেত কেশ জানিয়েছেন,এই অঞ্চলে অনেক ছাত্রছাত্রী রয়েছে।তারা কম খরচে এবার তাদের শরীর ফিট রাখার সুযোগ পাবে এই জিমে।মূলতঃ ছাত্রছাত্রীদের কথা ভেবেই এই আধুনিক জিম তৈরী করা হয়েছে। তিনি আরও জানান,প্রথম দিনই ভালো সাড়া পাওয়া গেছে। ইতিমধ্যে ৫০ জন এখানে ভর্তি হয়েছে।
মলানদিঘিতে উদ্বোধন হল আধুনিক জিম
RELATED ARTICLES