দুর্গাপুর,১৭ মেঃ শনিবার দুর্গাপুরের সৃজনীতে পঞ্চায়েতের স্বচ্ছতা বিষয়ে রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সচিব পি উল্গানাথন এবং রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বাঁকুড়া এই তিনটি জেলাকে নিয়ে এই রিভিউ বৈঠক হয়েছে। বৈঠকে তিনটি জেলারই জেলা শাসক,জেলা সভাধিপতি এবং গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে এই তিন জেলার বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন শৌচালয় নির্মাণ এখনও হয়নি তা নিয়ে পঞ্চায়েত সচিব রীতিমত কৈফিয়ত চান তিনটি জেলার পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে। তিনি বলেছেন,রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রামীন এলাকায় শৌচাগার নির্মাণ করে দেওয়া হচ্ছে তা সত্বেও অনেক এলাকায় মহিলাদের বাইরে শৌচকর্ম করতে হচ্ছে কেন? কেন অনেক এলাকায় শৌচাগার নির্মাণ করা হচ্ছে না? তিনি বলেছেন, সরকার যেখানে বাড়ি বাড়ি শৌচালয় নির্মাণের জন্য টাকা দিচ্ছে সেখানে কেন অনেক পঞ্চায়েত এখনও এই কাজ করেনি। অনেক জায়গায় সরকারের তৈরী কমিউনিটি শৌচালয় তৈরী হলেও সেগুলি ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না বলেও তিনি অভিযোগ তুলেছেন। তিনি আরও অভিযোগ করেছেন,অনেক এলাকায় নিকাশী নালার বেহাল অবস্থা। বর্জ্য প্রক্রিয়াকরন নিষ্কাশন কেন্দ্র তৈরী হয়ে পড়ে রয়েছে,অথচ সেগুলি যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে্ না। প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগ ব্যবহার নিয়েও সতেনতার অভাব রয়েছে জানিয়ে তিনি পঞ্চায়েত প্রতিনিধিদের সক্রিয় হতে বলেন। নিজেদের এলাকাগুলিতে পাড়ায় পাড়ায় গিয়ে এই বিষয়গুলির প্রতি নজর দেওয়ারও তিনি নির্দেশ দিয়েছেন পঞ্চায়েত প্রতিনিধিদের। তিনি সাফ বলেন, নিজের পঞ্চায়েতকে নির্মল করতে হলে আপনাদেরকেই নেতৃত্ব দিতে হবে। বৈঠকে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন,রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে নির্মল করতে আমরা বদ্ধপরিকর। তাই মিশন নির্মল বাংলা প্রকল্পকে সফল করতে হলে আধিকারিকদের সক্রিয় হতে হবে। তিনি জানান, স্বচ্ছতার ক্ষেত্রে ৮২ শতাংশ মানুষ সচেতন হয়েছে। তারা বাড়িতেই শৌচকর্ম সারেন। বর্জ্য প্রক্রিয়াকরন ও নিষ্কাশন কেন্দ্রগুলিতে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে নিয়োগ করা হচ্ছে বলে তিনি জানান। পশ্চিম বর্ধমান জেলায় নির্মল বাংলা প্রকল্পে এগিয়ে থাকা কাজোড়া গ্রাম পঞ্চায়েত ও গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের হাতে তিনি পুরস্কার তুলে দেন।
পঞ্চায়েতের স্বচ্ছতা নিয়ে দুর্গাপুরে রিভিউ বৈঠকে ‘কাজ না হওয়া নিয়ে’ ক্ষোভ পঞ্চায়েত সচিবের
RELATED ARTICLES