সার্থক কুমার দে,লাউদোহাঃ বুধবার গোগলা গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর কোলিয়ারী মোড়ে উদ্বোধন হলো নতুন নির্মিত যাত্রী প্রতীক্ষালয়ের। নারকেল ফাটিয়ে উদ্বোধন করেন গোগলা পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি। উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান গঙ্গাধর গোস্বামী সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ জানান, মাধাইপুর কোলিয়ারী বাস স্ট্যান্ডে প্রতিদিন অনেকে বাস ও টোটো ধরার জন্য অপেক্ষা করেন। প্রতীক্ষালয় না থাকায় এতদিন তাদের খোলা রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে হতো। অসুবিধা হতো সবারই। তাই প্রতীক্ষালয় তৈরি করার জন্য পঞ্চায়েতকে আবেদন জানানো হয়েছিল। মানুষের কথা ভেবে পঞ্চায়েত প্রতীক্ষালয়টি তৈরি করেছে। এতে সবাই উপকৃত হবে বলে জানান গৌতম বাবু। অন্যদিকে পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি জানান, প্রতীক্ষালয়টি পঞ্চায়েতের নিজস্ব তহবিলের ২ লক্ষ্য ২৫ হাজার টাকা দিয়ে তৈরি করা হয়েছে।
মাধাইপুরে অবশেষে যাত্রী প্রতীক্ষালয়ের উদ্বোধন
RELATED ARTICLES