Thursday, July 10, 2025
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুর মহকুমা হাসপাতালের ছাদ থেকে পড়ে বৃদ্ধ রোগীর মৃত্যু ঘিরে রহস্য

দুর্গাপুর মহকুমা হাসপাতালের ছাদ থেকে পড়ে বৃদ্ধ রোগীর মৃত্যু ঘিরে রহস্য

সংবাদদাতা,দুর্গাপুরঃ বুধবার সন্ধ্যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালের ছাদ থেকে পড়ে গিয়ে চিকিৎসাধীন এক বৃদ্ধ রোগীর মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে,মৃত ওই রোগীর নাম নেপাল চন্দ্র দাস (৮০)। তিনি দুর্গাপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লীর বাসিন্দা। মৃতের পরিবারের লোকজনেরা জানিয়েছেন,পেটের ব্যাথার জন্য অসুস্থ হয়ে পড়া ওই বৃদ্ধকে সোমবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে পুরুষ বিভাগে তিনি ভর্তি ছিলেন। সেখানে তাকে সবসময় দেখাশোনার জন্য একজন আয়াও রাখা হয়েছিল। জানা গেছে,নেপালবাবু আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু,বুধবার সন্ধ্যের দিকে তিনি কিভাবে হাসপাতালের ছাদে উঠে গেলেন আর কিভাবেই বা তিনি ছাদ থেকে পড়ে গেলেন,তা নিয়ে পরিবারের সদস্যরা সন্দেহ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ,হাসপাতালে এতো কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্বেও একজন এতো বয়স্ক রোগী তার বেড ছেড়ে কিভাবে ছাদে উঠে গেলেন,সেটাই তাদের কাছে রহস্য সৃষ্টি করেছে। প্রশ্ন উঠছে, রোগীর সঙ্গে থাকা আয়ার ভূমিকা নিয়েও। হাসপাতালের সুপার ধীমান মন্ডল জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থা ঠিকই আছে এবং ছাদের দরজা এমনিতে বন্ধ থাকে। কিন্তু ছাদে সংস্কারের কাজ হবে বলে পূর্ত দফতরের লোকজনেরা পরিদর্শনে এসেছিলেন। সেই কারনেই ছাদের দরজা খোলা ছিল। সেই সঙ্গে তিনি জানিয়েছেন ঘটনার পর রোগীকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও তাকে বাঁচানো যায়নি। ঘটনাটি সত্যি খুবই দুঃখজনক। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কিভাবে এমন ঘটল সেই নিয়ে পুলিশও তদন্ত শুরু করেছে। মৃতের বউমা অপু দাস তাঁর শ্বশুরের এভাবে রহস্যজনকভাবে মৃত্যুর জন্য হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতিকেই দায়ী করেছেন। তিনি দাবি করেছেন ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত করে তাদের প্রকৃত ঘটনা জানানো হোক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments