প্রণয় রায়,দুর্গাপুরঃ ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের বেঙ্গল শাখার দুর্গাপুর চ্যাপ্টারের সহযোগিতায় দুর্গাপুর ইস্পাত কারখানা হাসপাতালের ফার্মাসি বিভাগে ৬২ তম ন্যাশনাল ফার্মাসী সপ্তাহ পালন করল। প্রতি বছর নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জাতীয় ফার্মাসী সপ্তাহ পালিত হয়। এবছরের থিম ‘জয়েন ফার্মাসিস্ট টু এনসিওর পেসেন্ট সেফটি’ অর্থাৎ রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ফার্মাসিস্টদের সঙ্গে যোগ দিন। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন ডি এস পি হাসপাতালের ডিরেক্টর ইনচার্জ ডক্টর শৌভিক রায়। উপস্থিত ছিলেন ডি এস পি হাসপাতালের জয়েন্ট ডিরেক্টর, ড: অসীম নারায়ণ বোস,আই কিউ সিটি ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সের প্রিন্সিপাল ইনচার্জ ড: শুদ্ধসত্ত্ব দে, ড: বি সি রায় কলেজ অফ ফার্মাসি এন্ড অ্যালায়েড হেলথ সেন্টার সায়েন্স এর প্রফেসর ইনচার্জ ড: শুভব্রত রায়। প্রদীপ প্রজ্জ্বলনের পর স্বাগত ভাষণ দেন ডক্টর শৌভিক রায়। ডাঃ রায় তার সংক্ষিপ্ত ভাষণে জাতীয় ফার্মাসী সপ্তাহের সাফল্য কামনা করেন। ডক্টর অসীম বোস বলেন, ফার্মাসিস্টরা রোগীদের সঠিকভাবে ওষুধ ব্যবহারে সহায়তা করেন। কারণ চিকিৎসকদের রোগের বিধান দেওয়া ওষুধ যাতে রোগীরা সঠিকভাবে ব্যবহার করে তা একমাত্র ফার্মাসিস্টরাই বুঝিয়ে দিতে পারেন। চিকিৎসকরা রোগীদের ভীড়ে অনেক সময় ওষুধের ব্যবহার বিধি নিয়ে রোগীদের অবহিত করার সময় পান না। এক্ষেত্রে ফার্মাসিস্টরাই তাদের মুশকিল আসান হন। দুর্গাপুর শাখার সম্পাদক দেবমাল্য চ্যাটার্জি চিকিৎসকদের সঙ্গে ফার্মাসিস্টদের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে বলেন,রোগীদের সঠিকভাবে চিকিৎসা বিষয়ে সহায়তা করতে চিকিৎসক ও ফার্মাসিস্টরা একে অপরের পরিপূরক। অধ্যাপক শুভব্রত রায় বলেন, ডাক্তারদের সঙ্গে ফার্মাসিস্টদের নিবিড় সম্পর্কের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চিকিৎসকরা রোগীকে চিকিৎসার বিধান দেন ও ওষুধ দেন সেখানে ফার্মাসিস্টরা ওষুধের ব্যবহারবিধি সম্পর্কে রোগীদের সঠিকভাবে অবহিত করেন। ডক্টর শুদ্ধসত্ত দে বলেন,জেনেরিক ওষুধ অনেক সস্তা কিন্তু একই ওষুধ নামী ওষুধ কোম্পানীর নামে প্রস্তুত হয়ে দামী ওষুধে পরিগনিত হয় ও সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। তাই জেনেরিক ওষুধ ব্যবহার সম্পর্কে ফার্মাসিস্টরাই রোগীদের সাহায্য করতে পারেন। তিনি আরও বলেন, চিকিৎসকরা রোগের বিধান দেবার পর ওষুধ তৈরী থেকে ওষুধের ব্যবহারবিধি ইত্যাদিতে ফার্মাসিস্টরা রোগীদের চিকিৎসা ও তাদের সুস্থ হওয়ার সঠিক পথনির্দেশ করেন। সমাপ্তি ভাষণ দেন অনিমেষ গোস্বামী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র ফার্মাসিস্ট সমীর দাস।
দুর্গাপুর ইস্পাত হাসপাতালে জাতীয় ফার্মাসী সপ্তাহ উদযাপিত
RELATED ARTICLES