Friday, November 22, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গমোষের সাথে ধাক্কায় দুর্ঘটনায় পুলকার,আহত একাধিক পড়ুয়া

মোষের সাথে ধাক্কায় দুর্ঘটনায় পুলকার,আহত একাধিক পড়ুয়া

সনাতন গরাঁই,দুর্গাপুরঃ শহরের বুকে ফের দুর্ঘটনার কবলে পড়ল পুলকার। ঘটনায় একাধিক ছাত্রী আহত হয়েছে। জানা গেছে, ছুটির পর ফুলঝোড়ের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ৯ খুদে পড়ুয়াকে নিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল একটি পুলকার। হঠাৎ বিধান নগরের শালারপুরিয়ার জঙ্গল থেকে দুটি মোষ ছুটে আসতেই চালক জোরে ব্রেক কষতেই একটি মোষের সাথে ধাক্কা লাগে পুলকরের। বিপজ্জনকভাবে ব্রেকে চালকের পা পড়তেই পুলকারের ভেতর থাকা পড়ুয়ারা গাড়ির ভেতরেই পড়ে যায়। সেই দুর্ঘটনার জেরে পুলকার চলে যায় একদিকে আর মোষ আরেক দিকে। গাড়ির ভেতরে থাকা দুই খুদে পড়ুয়ার মাথায় ও পায়ে চোট লাগে। সবাই কম বেশি আহত হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ।  প্রত্যক্ষদর্শী হাফিজ আনোয়ারের অভিযোগ, পুলকারটি প্রচন্ড গতিতে যাচ্ছিল। তিনি বাইক নিয়ে যাচ্ছিলেন,তাকেও ওভারটেক করে ওই পুলকারটি। তখনই জঙ্গল থেকে একটি মোষ বেরিয়ে আসতেই এত জোরে ধাক্কা মারে গাড়ির ভেতরে থাকা বাচ্চারা সামনের কাঁচে ধাক্কা মারে এবং পড়ে যায়। এক অভিভাবক ভবানী চ্যাটার্জি বলেন,”খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে দেখি বাচ্চারা কান্নাকাটি করছে। দুজনের গুরুতর চোটও লেগেছে। তার দাবি পড়ুয়াদের যাতায়াতের জন্য বাস দেওয়া দরকার স্কুলগুলিকে। তাহলে এরকম দুর্ঘটনার কবলে পড়তে হয় না। আর পুলকারে করে যাতায়াতের ফলে কোথায় কখন গাড়ি রয়েছে তাও জানা যায় না। যদিও পুল্কারের চালক বৈদ্যনাথ ভান্ডারীর দাবি, গাড়ির গতি ৪০-৪৫ এর মধ্যেই ছিল।  পাশে দুটি মোষ লড়াই করতে করতে একটি একটি মোষ তার গাড়ির সামনে চলে এলে ধাক্কা লাগে। তাতেই এই বিপত্তি।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments