বাঁকুড়া,১৮ আগস্টঃ প্রয়াত দেওকী নন্দন পোদ্দার ১৮ বছর আগে মাত্র আড়াইশো রাখী দিয়ে অনুশীলন সমিতির সঙ্গে বাঁকুড়া শহরে রাখী বন্ধন অনুষ্ঠান শুরু করেছিলেন। সেই প্রথা আজও বজায় রেখেছেন পোদ্দার পরিবারের সদস্যরা। রাখী উৎসবের বেশ কয়েক মাস আগে থেকেই পরিবারের লোকজনেরা রাখী বানানোর প্রস্তুতি নেন। আমরা সাধারনত যে সব জিনিস ফেলে দি,সেই সব জিনিস জড়ো করেই তৈরী করা নানা ধরনের রাখী। পোদ্দার পরিবারের সদস্য দূর্গাপ্রসাদ পোদ্দার জানান, “এমন অনেক জিনিস আছে যেগুলি আমরা ফেলে দিয়ে থাকি। যেমন খালি ওষুধের পাতা,নারকেল ছোবড়া, পেনের রিফিল এই ধরনের নানা জিনিস দিয়েই আমরা রাখী তৈরী করি। আমরা সারা বছর ধরেই এই সব ফেলা দেওয়া জিনিস জমিয়ে রাখি। রাখী উৎসবের ঠিক আগে এসব দিয়েই আমি এবং আমার স্ত্রী, ছেলেমেয়ে সবাই মিলে রাখী তৈরী করি”। কিন্তু,কেন এই ধরনের উদ্যোগ? দুর্গাপ্রসাদ পোদ্দার বলেন, “ ১৮ বছর আগে আমার বাবা প্রয়াত দেবকীনন্দন পোদ্দার এই কাজ শুরু করেছিলেন অনুশীলন সমিতির সঙ্গে। প্রতি বছর এই ভাবে রাখী তৈরী করে বাঁকুড়া শহরে সবাইকে রাখী পড়িয়ে সম্প্রীতির বার্তা দেওয়া হতো। বাবার দেখানো সেই ঐতিহ্যই আমরা ধরে রাখার চেষ্টা করে চলেছি”। প্রতি বছরের মতো এবছরও রাখীতে নানা সামাজিক বার্তা দেওয়া হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ‘একটি গাছ একটি প্রাণ’, ‘গাছ লাগান প্রাণ বাঁচান’ এবং ‘রক্তদান মহান দান’- ‘সেভ ড্রাইভ সেফ লাইফ’, এর মতো সচেতনতার বার্তা দেওয়া হয়েছে এই সব রাখীতে।
বাঁকুড়ায় পোদ্দার পরিবারের ঐতিহ্যের রাখী
RELATED ARTICLES