সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৭ এপ্রিল: শব্দ দূষণের মাত্রা ছাড়িয়ে রাম নবমীর শোভাযাত্রা হয়ে গেল পুরুলিয়ায়। রাম নবমী উপলক্ষ্যে বিশাল শোভাযাত্রায় যেন ডিজে’র প্রতিযোগিতা হয়ে গেল। সঙ্গে থেকে তা সহ্য করলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি ও তৃণমূল প্রার্থী। ভোট যে বড় বালাই। স্রোতের সঙ্গে গা ভাসিয়ে ভোট আদায় করাই যে লক্ষ, তা আর বলার অপেক্ষা রাখে না। পুরুলিয়া শহরে পূর্ব নির্ধারিত সময়ে বিভিন্ন দিক থেকে আসা শোভাযাত্রা মিশে যায় স্থানীয় পোস্ট অফিস মোড়ে। মেইন রোড ধরে সোজা চলে যায় রথতলা, স্টেশন দিয়ে নীলকুঠি ডাঙ্গা দিয়ে নিজের এলাকায়। রাজনৈতিক স্বার্থে এদিন শোভাযাত্রায় অংশ নেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। শোভাযাত্রায় অংশ নেওয়া ধর্মপ্রাণ মানুষকে অভিনন্দন জানান তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। আর ডিজের তালে তাল মেলানোর ভক্তদের নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হল পুলিশকে। তবে, শোভাযাত্রা নির্বিঘ্নে কাটতেই হাঁফ ছেড়ে বাঁচল পুলিশ। রোদ গরমে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মূল শোভাযাত্রা শুরু হয় পুরুলিয়া শহরের গোশালা থেকে। বরাকর রোড ধরে চলা শোভাযাত্রায় মহিলা ঢাকির দল আকর্ষণ বাড়িয়ে তোলে। একাধিক জাতীয় পতাকাও দেখা গিয়েছে উৎসাহীদের হাতে। মেইন রোডে ‘ সবার রাম ভক্ত ‘ দের পক্ষ থেকে জল, সরবত, ছোলা, ফল ও মিষ্টির আয়োজন করা হয়। হাজার হাজার মানুষ তা গ্রহণ করেন। এই রকম ছোট ছোট প্রচুর ‘ভাণ্ডারা’ র আয়োজন করেন সমাজসেবী কিছু ব্যবসায়ী। জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন, “জেলায় শান্তিপূর্ণভাবেই দিনটি পার হয়েছে।”
রামনবমী উপলক্ষ্যে বিশাল শোভাযাত্রায় বুক কাঁপাল ডিজে,সহ্য করলেন বিজেপি ও তৃণমূল প্রার্থী
RELATED ARTICLES