নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ সকাল থেকেই রামনবমী উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় সারা শহর। রামনবমীর গেরুয়া পতাকায় সেজে ওঠে শহরের বিভিন্ন অংশ। রাম ভক্তদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। গত দু’বছর আগের রাম নবমী উপলক্ষে পুলিশ জনতা খন্ডযুক্ত আশঙ্কায় থাকলেও শেষ পর্যন্ত নির্বিঘ্নেই শেষ হলো রামনবমীর শোভাযাত্রা।সারা দেশের পাশাপাশি বাঁকুড়া জেলাতেও মহাসাড়ম্বরে পালিত হলো এই বিশেষ দিনটি। রাম নবমী উপলক্ষে বাঁকুড়া শহর মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তা বলয়ে। বাঁকুড়ার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে মোতায়ন ছিল পুলিশ বাহিনী। রামনবমীর শোভাযাত্রা যাতে বিশেষ একটি রাস্তা দিয়ে না যায় বাঁশ ব্যরিকেট দিয়ে সেই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা। রামনবমীর এই শোভাযাত্রায় উপস্থিত হন বাঁকুড়ার বিদায়ী সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। গত দু বছর আগে এই রামনবমী শোভাযাত্রা ঘিরে উত্তাল হয়েছিল বাঁকুড়া শহরের মাচানতলা এলাকা। পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ শুরু হয় রামনবমীর শোভাযাত্রায় আগত মানুষজনের। চলে ইট বৃষ্টি, পরে পুলিশ লাঠিচার্জ কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই পরিস্থিতি যাতে না হয় সে কারণে অনেক আগেভাগেই পুলিশ নিরাপত্তার সংক্রান্ত বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। বাঁকুড়ার পাঁচবাগা থেকে শুরু হল রামনবমীর মিছিল,বড় বড় রামের কাট আউট, ঢাক ঢোল, তাসা নাগাড়া সহ বিভিন্ন বাদ্যযন্ত্র, লাঠি খেলা হয় শোভাযাত্রায়য়।রাম জন্মভূমি অযোধ্যায় রামলালার মূর্তির প্রান প্রতিষ্ঠার পর এই প্রথমবার রাম নবমী উৎসব। সকাল থেকেই জেলা জুড়ে সাজো সাজো রব। বাঁকুড়া শহরের পাঁচবাগা থেকে লালবাজার পর্যন্ত্য বর্ণাঢ্য শোভা যাত্রা আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতৃত্বে সনাতনী হিন্দুরা। মিছিল কে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে সজাগ ছিল বাঁকুড়া জেলা পুলিশ। বিভিন্ন মোড়ে মোড়ে সি সি টিভি, ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রোনের সাহায্যে নজরদারী, পাশাপাশি বিশাল পুলিশ পিকেট রাখা হয়েছিল শোভাযাত্রা জুড়ে গোটা রাস্তায়। তবে সব আশঙ্কাকেই মিথ্যে প্রমাণ করে শান্তিপূর্ণভাবেই শেষ হয় রামনবমীর শোভা যাত্রা। বাঁকুড়ার পাঁচবাগা থেকে শুরু হওয়া শোভাযাত্রা পৌছায় লালবাজারে। আশঙ্কা ছিল,সেইমতো বাঁকুড়ার মাচানতলা এলাকায় বাঁশের সাথে সাথে ছিল পুলিশি ব্যরিকেট, মেতায়েম ছিল র ্যাপ।ছিল সিসি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি। নির্বিঘ্নেই শেষ হলো রাম নবমীর শোভাযাত্রা, পাঁচপাগা থেকে শুরু করে ৪ কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে মিছিল পৌছায় লালবাজারে। বাঁকুড়া ছাড়াও রামনবমী উপলক্ষে মেতে ওঠে বাঁকুড়ার মহকুমা শহর খাতড়াও। জঙ্গলমহলে খাতড়া এলাকায় বাসন্তী পূজোয় নিজের হাতে খিচুড়ি বিলি করে ভোট প্রচার সারেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী। এদিন প্রথমে তিনি খাতড়া করালী মোড় এলাকায় বজরংবলী মন্দিরে রামের পুজোয় অংশগ্রহণ করেন,দেন পুষ্পাঞ্জলি। পরে খাতড়ার ভারত সেবা সংঘের বাসন্তী পুজোয় অংশগ্রহণ করে পুজো দেওয়ার পাশাপাশি অন্নকুট উৎসবেও শামিল হন। নিজের হাতে বালতি ধরে খিচুড়ি বিলি করতে দেখা যায় বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে। পরে সেই প্রসাদী খিচুড়ি সকলের সঙ্গে বসে গ্রহণ করেন তিনি।

