সংবাদদাতা, অন্ডাল : শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল গৃহবধূর মৃতদেহ। মৃতের নাম আরতি পোদ্দার (২২) । বধুর পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাকে। অন্ডাল থানার চক্রামবাটি এলাকার ঘটনা। বৃহস্পতিবার সকালে অন্ডালের চক্রারামবাটী এলাকায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় আরতি পোদ্দার নামে এক গৃহবধূ ঝুলন্ত মৃতদেহ । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে । ময়না তদন্তের জন্য দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ । শ্বশুর বাড়ির লোকেদের দাবি ওই বধু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে । মৃত আরতী দেবীর পরিবারের অভিযোগ এটি খুনের ঘটনা । আরতি দেবীর বাবা বিহারের সমস্তিপুরের বাসিন্দা মহেশ পোদ্দার জানান বছর দুয়েক আগে চক্ররামবাটীর বাসিন্দা অনিল পোদ্দার এর সাথে মেয়ের বিয়ে হয় । তাদের একটি সন্তানও রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই নানা কারণে মেয়ের উপর মানসিক ও শারীরিক অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন বলে দাবি করেন তিনি। অশান্তির খবর শুনেই এদিন সকালে মহেশবাবু ও তার ছেলে চন্দন চক্রামবাটী আসেন। এখানে পৌঁছে শুনেন আরতি দেবীর মৃত্যুর খবর। মহেশ বাবু সংবাদমাধ্যমের একাংশের কাছে জানান মেয়েকে খুন করা হয়েছে। খুনের ঘটনায় শ্বশুরবাড়ির সকলে জড়িত। তাদের শাস্তিরও দাবি জানান তিনি। যদিও এদিন সন্ধ্যা পর্যন্ত থানাতে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানাই অন্ডাল থানার এক আধিকারিক।
গৃহবধূর রহস্য মৃত্যু,খুনের অভিযোগ মৃতার পরিবারের
RELATED ARTICLES