নিজস্ব প্রতিনিধি বর্ধমান: টোটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল লরির। দু্র্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মিরেপোতা থেকে কাইতি যাওয়ার রাস্তায় বুজরুকদিঘীতে। জানা গিয়েছে একটি টোটো পাঁচ জন যাত্রী নিয়ে মিরেপোতা থেকে কাইতি যাচ্ছিল। ঠিক ওই সময় উল্টো দিক থেকে আসছিল একটি লরি। টোটো চালক বারবার হর্ন বাজানোর পরেও ওই লরিটি মুখোমুখি ধাক্কা মারে টোটোটিকে। সঙ্গে সঙ্গে টোটো টি রাস্তার ধারে উল্টে যায়। টোটোয় থাকা যাত্রীরা আহত হন। টোটোটির সামনের অংশ একেবারে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের তৎপরতায় পাঁচজন আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আলমপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। টোটো চালক শেখ রবিউলের অভিযোগ, তিনি পাঁচ জন যাত্রীকে নিয়ে টোটো করে মিরেপোতা থেকে কাইতি যাওয়ার সময় একটি লরি তাঁর টোটোয় ধাক্কা মারে। ওই সময় লরিচালক মদ্যপ অবস্থায় ছিল এবং লরি চালাতে চালাতেই সে ঘুমোচ্ছিল বলে অভিযোগ করেন টোটো চালক শেখ রবিউল। তিনি বারবার সাবধান করার পরেও হুশ ফেরেনি লরি চালকের। তারপরই ঘটে যায় এমন দুর্ঘটনা। লরিটিকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে বুধবার রাতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় দুই বাইক আরোহীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান আরামবাগ রোডে রায়নার থানার গোপালপুর এলাকার। স্থানীয় সূত্রে জানা গেছে ,দুই বাইক আরোহী বুধবার রাতে রায়নার দিক থেকে বর্ধমান শহরের উদ্দেশ্য যচ্ছিল, ঠিক সেই সময় উল্টো দিকে আসছিলো একটি ডাম্পার। হঠাৎই বাইকের সঙ্গে ডাম্পারের মুখোমুখি ধাক্কা লাগে, জখম দু’জনকে বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।