সংবাদদাতা, লাউদোহাঃ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক খনি কর্মীর। মৃতের নাম অনাদিনাথ চ্যাটার্জি (৫৮)। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে লাউদোহা থানার নতুনডাঙ্গা বাজার এলাকায়।শনিবার সকাল আটটা নাগাদ স্কুটিতে করে মাধাইপুর কোলিয়ারি ডিউটি যাচ্ছিলেন বনগ্রামের বাসিন্দা খনি কর্মী অনাদিনাথ চ্যাটার্জি। যাওয়ার সময় গোগলা পঞ্চায়েতের নতুনডাঙ্গা বাজারে একটি ট্রাক্টরের সাথে স্কুটির ধাক্কা লেগে পড়ে যান অনাদি বাবু। দুর্ঘটনায় চোট পান তিনি। স্থানীয়রা উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য তাকে নিয়ে যান দুর্গাপুর মহাকুমা হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।