সার্থক কুমার দে,অন্ডালঃ শনিবার সন্ধ্যায় উখড়া কে বি হাইস্কুল মুক্ত মঞ্চে আয়োজিত হল “তাসের দেশ শিল্পচর্চা কেন্দ্র” সংস্থার বাৎসরিক অনুষ্ঠান। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখড়া পুলিশ ফাঁড়ির আই সি নাসরিন সুলতানা সহ অন্যরা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সংস্থার প্রশিক্ষক ও শিক্ষার্থীরা। গত ৯ বছর ধরে বাৎসরিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে বলে জানান সংস্থার প্রশিক্ষক অনিতা দত্ত। এলাকার অনেক ছাত্রী এই সংস্থায় নৃত্য প্রশিক্ষণ নিয়ে থাকে। অনিতা দত্ত আরও জানান,তাদের সংস্থায় স্থানীয় এবং বাইরে থেকেও অনেকে নাচ শিখতে আসে। এখানে সকল শিক্ষার্থীকেই যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া থাকে।