সাথী প্রামানিক,পুরুলিয়া,২৪ জুনঃ পুরসভার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ হল পুরুলিয়া শহরে। সোমবার,বেলার দিকে ৪ নম্বর ওয়ার্ডের ভাটবাঁধ এলাকায় উইল কক্স রোড অবরুদ্ধ হয়। রাস্তায় জলের পাত্র রেখে অবরোধে সামিল হন মহিলারা। এর ফলে ওই ব্যস্ততম রাস্তায় সারি দিয়ে দুই পাশে দাঁড়িয়ে পড়ে পণ্যবাহী গাড়ি। আটকে যায় যাত্রীবাহি গাড়িও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ট্রাফিক পুলিশ ও পুরুলিয়া সদর থানার পুলিশ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। কিন্তু নিজেদের দাবিতে অনড় থাকেন অবরোধকারীরা। তাঁদের অভিযোগ, গত কয়েক মাস ধরে নল বাহিত পানীয় জল অমিল। কাউন্সিলরকে বলেও সুরাহা না হওয়ায় পথ অবরোধ করতে বাধ্য হন বলে জানান বাসিন্দারা। জানা গিয়েছে, ওই এলাকায় পুরসভার জলের পাইপে সমস্যা রয়েছে। এটা দীর্ঘ দিনের সমস্যা। বিষয়টি নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়নি পুর কর্তৃপক্ষ। এদিন অবরোধ স্থলে কাউন্সিলরের স্বামী ও কয়েকজন গেলে মহিলাদের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁদের। বার বার বলা সত্বেও স্থায়ী সমাধানের কোনও উদ্যোগই নেয় না বলে পুরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। যদিও সমাধানের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন মহিলারা। আপাতত জলের ট্যাংক ওই এলাকায় পাঠানো হবে বলে জানায় পুর কর্তৃপক্ষ।
পুরসভার বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ পুরুলিয়া শহরে
RELATED ARTICLES