নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ মজুরি বৃদ্ধির দাবীতে ক্ষেত মজুতদের একাংশ মাঠে নেমে কাজ বন্ধ করে দিলেন। প্রতিবাদে রাস্তা অবরোধ করে চাষীরা বিক্ষোভে ফেটে পড়লেন। শনিবার বর্ধমানের নাদড়া এলাকায় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দেওয়ান দিঘি থানার পুলিশ কৃষকদের বুঝিয়ে রাস্তা অবরোধ থেকে সরিয়ে দেয়। খরিফ মরশুমের ধান কাটার কাজ শুরু হয়েছে জেলা জুড়ে জোরকদমে। চাষী ধনঞ্জয় ঘোষ বলেন, সকালে এক দেড় ঘন্টা মাঠে ধান কাটার কাজ হওয়ার পর কয়েকজন মাঠে গিয়ে শ্রমিকদের মাঠ থেকে তুলে দেয়। আগে থেকে কিছু না জানিয়ে হঠাৎই মাঠ থেকে শ্রমিকদের তুলে দেওয়ার প্রতিবাদে তাঁরা রাস্তা অবরোধে সামিল হয়েছেন। চাষী তপন কোলে বলেন, শুধু শ্রমিকদের নয়,পাশাপাশি ধান কাটার মেশিনও মাঠ থেকে তুলে দেওয়া হয়। তাই তারা রাস্তায় ট্রাক্টর,ধানকাটা মেশিন দাঁড় করিয়ে অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান বৈকুন্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান জয়দেব ব্যানার্জী। তিনি বলেন,কয়েকজন মিলে জোরপূর্বক ধান কাটার কাজ বন্ধ করে দিয়েছে। এরা সেই আগের মতই স্টাইলে শ্রমিকদের নিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে।
মজুরি বৃদ্ধির দাবীতে কাজে বাধা,পাল্টা বিক্ষোভ চাষীদের
RELATED ARTICLES