নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুরঃ নামের বিভ্রাট। আর তাতেই বিভ্রান্তি। মেরামতের কাজে বন্ধ থাকবে জাতীয় সড়ক! এরকমই নাম বিভ্রাটের এক ভুয়ো পোস্টার ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে। আর তাতে বিভ্রান্ত ছড়িয়েছে রাজ্যজুড়ে। তবে ১৯ নং জাতীয় সড়ক নয়, কুনুর ব্রীজ মেরামতের কাজে পাঁচদিন যান চলাচল বন্ধ থাকবে পানাগড় -ইলামবাজার রাজ্য সড়ক। এমনই নির্দেশিকা দিয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পানাগড় -ইলামবাজার ১৪ নং রাজ্য সড়কের ওপর কুনুর সেতু। লোহার পাত দিয়ে কোনভাবে ঠেকানো রয়েছে। আর তার ওপর দিয়ে চলছে বালি ও পাথার বোঝাই ভারী যানবাহন। তাতে ক্রমশ দুর্বল হয়ে পড়ছে ওই সেতু। অবশেষে ওই দুর্বল সেতু সংস্কারের উদ্যোগ নিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। সংস্কারের জন্য পাঁচদিন কুনুর সেতুর ওপর দিয়ে যান চলাচল আপাতত বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে জেলা প্রশাসন। নির্দেশিকায় জানানো হয়েছে, ওই সেতুর ওপর দিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর যান চলাচল বন্ধ থাকবে। আর তাতেই ধন্দে পড়েছে শিল্পাঞ্চলবাসী। গুরুত্বপুর্ণ ওই সড়কটি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম সড়ক। কোলকাতা,শিলিগুড়ি,মালদা,মুর্শিদাবাদগামী সরকারী বেসরকারী বাস যাতায়াত যেমন করে। তেমনই পণ্য পরিবহনের গুরুত্বপুর্ণ সড়ক। তবে পণ্য পরিবহনের ও ছোট গাড়ী যাতায়াতের বিকল্প রুট আপাতত জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। উত্তরবঙ্গ থেকে কলকাতা গামী বাস ছোট গাড়ী ইলামবাজারের পর ১১ মাইল মোড় থেকে গুসকরা রুট এনএইচ-টুবি ধরে বর্ধমান নবাবহাটের কাছে ১৯ জাতীয় সড়কে উঠবে। এবং পণ্য পরিবাহী গাড়ী এনএইচ -৬০ রুটি দুবরাজপুর, ভীমগড়, পান্ডবেশ্বর দিয়ে রানীগঞ্জ পাঞ্জাবী মোড়ে ১৯ নং জাতীয় সড়কে উঠবে। এছাড়াও দুর্গাপুর থেকে মুচিপাড়া -শিবপুর রোড দিয়ে মলানদীঘি থেকে রঘুনাথপুর মোড়ে উঠবে। আবার একইরকমভাবে ইলামবাজারের পর রঘুনাথপুর মোড় দিয়ে মলানদীঘি দিয়ে দুর্গাপুর মুচিপাড়ায় জাতীয় সড়কে উঠবে। এদিকে এই রাজ্য সড়ক এর বদলে জাতীয় সড়ক বন্ধ থাকার এক ভুয়ো পোষ্টার ভাইরাল হওয়ায় চরম বিভ্রান্ত ছড়িয়েছে। যদিও জাতীয় সড়কের দুর্গাপুর আঞ্চলিক শাখার আধিকারিক মলয় দত্ত জানান, “জাতীয় সড়কে যান চলাচল বন্ধের কোন নির্দেশিকা নেই। ভুয়ো খবর ভাইরাল হয়েছে। অযথা তাতে বিভ্রান্ত হচ্ছে মানুষ।” এসিপি ট্রাফিক তুহিন চৌধুরী বলেন,” জাতীয় সড়ক বন্ধের কোন খবর নেই। তাই অযথা বিভ্রান্ত হওয়ার দরকার নেই”।
মেরামতের কাজে বন্ধ থাকবে জাতীয় সড়ক,ভুয়ো পোষ্টার ঘিরে বিভ্রান্তি
RELATED ARTICLES