নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: হাতি সমস্যার স্থায়ী সমাধান ও হাতির হানায় মৃতদের পরিজনদের চাকরীর দাবীতে আজ বাঁকুড়া জেলার ডিভিশনাল ফরেস্ট অফিসে বিক্ষোভ দেখাল সংগ্রামী গণমঞ্চ। মঞ্চর তরফ থেকে কর্মীরা এদিন মিছিল করে ডিভিশনাল ফরেস্ট অফিসে যান। সেখানে ১২ দফা দাবীতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সংগঠনের তরফ থেকে স্মারকলিপি দেওয়া হয়। বাঁকুড়া জেলায় হাতি সমস্যা দীর্ঘদিনের। প্রতি বছর হাতির হানায় বিঘের পির বিঘে জমির ফসল যেমন ক্ষতিগ্রস্থ হয় তেমনই বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়। হাতির হানায় একাধিক প্রাণহানীর ঘটনাও ঘটে। সংগ্রামী গনমঞ্চর দাবী ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বন দফতরের তরফ থেকে যেমন যথেষ্ট ক্ষতিপূরণ মেলেনা তেমনই প্রতিশ্রুতি মোতাবেক মেলেনা মৃতের পরিজনদের চাকরী। অবিলম্বে সেই চাকরী প্রদান ও হাতি সমস্যার স্থায়ী সমাধানের দাবীতেই এদিন বিক্ষোভ আছড়ে পড়ে বন দফতরে। দ্রুত দাবী পূরণ নাহলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে গণমঞ্চ।
হাতির হানায় মৃতদের পরিজনদের চাকরীর দাবীতে বন দফতরে বিক্ষোভ গণমঞ্চর
RELATED ARTICLES