Tuesday, September 10, 2024
Google search engine
Homeদক্ষিণবঙ্গসর্পদংশনের শিকার হলেন ভোটকর্মী

সর্পদংশনের শিকার হলেন ভোটকর্মী

নিজস্ব প্রতিনিধি বর্ধমান: ভোট কেন্দ্রের মধ্যেই স্কুলের এক চতুর্থ শ্রেণীর কর্মী সাপের ছোবল খেলেন।পূর্ব বর্ধমানের আউশগ্রামের দিগনগর হাটতলা সিলভার জুবিলি ইনস্টিটিউশনে ২২৪ নম্বর বুথে এই ঘটনা ঘটে। জখম সুকান্ত আঁকুড়ে জামতাড়া ব্লক হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে দিগনগর হাটতলা সিলভার জুবিলি ইনস্টিটিউশনে ২২৪ নম্বর বুথে ভোটগ্রহণের জন্য ভোটকর্মীরা আসার পর স্কুলের ঘর খুলে দিতে গিয়েছিলেন সুকান্ত আঁকুড়ে নামে চতুর্থ শ্রেণীর ওই কর্মী। এরপর তিনি প্রধানশিক্ষকের অফিস ঘর থেকে বালতি ও মগ বের করতে গেলে তাকে সাপে কাটে। সুকান্তবাবু ভোটকর্মীদের ও পুলিশকে জানালে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। অন্যদিকে,আউশগ্রামের পর মেমারীতেও সর্পদংশনের শিকার হলেন এক ভোটকর্মী। মেমারীর বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের ১২১ নম্বর বুথের থার্ড পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন তিনি। নাম ভোলানাথ রজক, বাড়ি কাটোয়ার চন্দ্রপুরে। সাপে কামড়ানোর পর তাকে প্রথমে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তারপর তাকে বর্ধমান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments