বিশেষ প্রতিনিধি,দুর্গাপুরঃ রাজ্যে প্রথম স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি নানান সামগ্রীর পসরা নিয়ে দুর্গাপুরে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা। পলাশডিহা এলাকায় অবস্থিত দুর্গাপুর হাটে আয়োজিত এই মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে শতাধিক স্বনির্ভর গোষ্ঠী অংশ নিয়েছে। ডোকরা, বালুচরী,স্বর্ণচরী, কাথাস্টিচ, ছৌ নাচের মুখোশ সহ নানা হস্তশিল্প মেলায় স্থান পেয়েছে। এছাড়া পিঠে পুলি সহ নানান ধরনের খাবারের স্টল করেছেন মহিলারা। আগামী ২৩ তারিখ পর্যন্ত চলবে এই মেলা। প্রতিদিন সন্ধায় মেলা প্রাঙ্গনের মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার বিশিষ্ট শিল্পীরা। শুক্রবার বিকেলে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। সঙ্গে ছিলেন পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখি বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক এস পন্নোবালম, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ অনান্য বিশিষ্ট ব্যক্তিরা।
রাজ্যে প্রথম দুর্গাপুরে সৃষ্টিশ্রী মেলার উব্দোধন হল
RELATED ARTICLES