সার্থক কুমার দে,অন্ডালঃ খান্দরা কলেজে শুরু হল দু’দিনের বিজ্ঞান মেলা। শনিবার মেলার সূচনা হয়। চলবে রবিবার পর্যন্ত। অনুষ্ঠানের সূচনা করলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। এদিন প্রদীপ প্রজ্জালন ও ফিতে কেটে মেলার সূচনা করেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের অধ্যক্ষ কালোবরণ মন্ডল, সদস্য কৃষ্ণা বন্দ্যোপাধ্যায়,কলেজ পরিচালন সমিতির সদস্য শরণ সাইগল,কাঞ্চন মিত্র সহ অন্যরা। বিজ্ঞান মেলায় মোট ৮টি স্টল রয়েছে। বায়োলজি,জিওলজি,বোটানি ও কেমিস্ট্রি বিভাগের ছাত্রছাত্রীরা বিজ্ঞানের বিভিন্ন মডেল তৈরি করে মেলাতে অংশ নিয়েছে। কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকী রঞ্জন ভট্টাচার্য জানান, বিজ্ঞান অভিশাপ নয় আশীর্বাদ,বিজ্ঞান ছাড়া মানবজাতির উন্নয়ন সম্ভব নয়। তাই এই মেলার একটি উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের বিজ্ঞানমনস্ক করে তোলা আর দ্বিতীয়টি হল বিজ্ঞানের ছাত্রছাত্রীদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানো।
খান্দরা কলেজে দু’দিনের বিজ্ঞান মেলা
RELATED ARTICLES