নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়াঃ আগামী পাঁচ বছরে প্রতি গ্রামে ২০ জন তরুণ তরুণীকে কর্মসংস্থানের সুযোগ তৈরী করার প্রতিশ্রুতি দিয়ে বিতর্ক তৈরী করলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। ভোটের মুখে এই প্রতিশ্রুতি নিয়ে তীব্র কটাক্ষের কথা শোনা গেছে তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তীর গলায়। অরুপ চক্রবর্তীর দাবী, চাকরি দেওয়ার নাম করে বেকার যুবকদের ধাপ্পা দিচ্ছে। সুভাষ সরকার এত সংখ্যক চাকরী দেবেন কোথায় তা আগে স্পষ্ট করুন। লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে বারেবারেই কর্মসংস্থানের ইস্যুতে সোচ্চার হচ্ছে রাজ্যের বিরোধী দলগুলির নেতৃত্ব। কর্মসংস্থানের ইস্যুতে একে অপরের কাঁধে দোষ চাপিয়ে প্রচারে তরজা তুঙ্গে উঠছে রাজ্য ও কেন্দ্রের শাসক দলের মাঝে। এরই মাঝে বাঁকুড়ার ধলডাঙ্গা এলাকায় যুবদের সঙ্গে জনসংযোগ করতে গিয়ে আগামী পাঁচ বছরে প্রতি গ্রামে কমপক্ষে ২০ জন তরুন তরুনীর কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তাঁর দাবী, সমবায় ও ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশানের মতো ছোট ছোট ক্ষেত্র তৈরী করে এই কর্মসংস্থানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। সুভাষ সরকারের যুক্তি, সমবায় ও ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশানের মাধ্যমে গ্রামে গ্রামে একদিকে যেমন বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ তৈরী সম্ভব তেমনই ফসলের কালোবাজারি রুখে দেওয়াও সম্ভব হবে। আগামী ৫ বছরে সেদিকেই বাড়তি নজর দেবেন তিনি। সুভাষ সরকারের এই প্রতিশ্রুতিকে তীব্র কটাক্ষ করে তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তীর দাবী,প্রতিশ্রুতি সত্বেও বছরে দুকোটি বেকারের চাকরীর প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি। এখন ভোটের মুখে ফের প্রতি গ্রামে ২০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি। কিন্তু কোথায় এই নিয়োগ হবে, কটা কারখানা তিনি স্থাপন করবেন তা আগে স্পষ্ট করুন সুভাষ সরকার। নির্বাচনের মুখে চাকরি দেওয়া নাম ধরে বেকার যুবকদের ধাপ্পা দিচ্ছেন, এর ফলে বিরূপ প্রতীক্রীয়া হলে বাঁকুড়ায় বাস করা কঠিন হয়ে যাবে সুভাষ সরকারের হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর।
প্রতি গ্রামে ২০ জনের কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিজেপি প্রার্থী সুভাষ সরকারের, কটাক্ষ তৃণমূল প্রার্থীর
RELATED ARTICLES