বেবি চক্রবর্ত্তী, কলকাতা,১০ সেপ্টেম্বর: অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল জামিন পেলেন। আর্থিক তছরুপ মামলায় আজ, মঙ্গলবার শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন সুকন্যা। ওই একই মামলায় এখন জেলবন্দি অনুব্রত মণ্ডল। তবে কেষ্ট সিবিআইয়ের একটি মামলায় আগেই জামিন পেয়েছেন। ২০২৩ সালের এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত–কন্যা সুকন্যা। দিল্লিতে তাঁকে দীর্ঘ জেরার পর গ্রেফতার করা হয়। ওই একই মামলায় ঠিক সাড়ে আট মাস আগে গ্রেফতার হন সুকন্যার বাবা অনুব্রত মণ্ডল।
গ্রেফতার হওয়ার পর বেশ কয়েকবার জামিনের আবেদন করেছিলেন সুকন্যা। কিন্তু তা মেলেনি। এবার গ্রেফতারের ১৫ মাস পর অবশেষে সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন মেনে নিল দিল্লি হাই কোর্ট। সূত্রের খবর, বুধবার জেল থেকে বেরোতে পারেন অনুব্রত মণ্ডলের মেয়ে। বাবার মতো তিনিও তিহার জেলে বন্দি আছেন। আবার ২০২২ সালের অগস্ট মাসে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তদন্তকারী অফিসারদের দাবি, বিপুল সম্পত্তি সম্পর্কে অনুব্রত–কন্যার কাছে তথ্য আছে। আর সুকন্যা সিবিআইকে জানান, সম্পত্তি নিয়ে সব প্রশ্নের উত্তর তাঁর বাবা ও হিসাবরক্ষক মণীশ কোঠারিই দিতে পারবেন। তখন অনুব্রত এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়।
জামিন পেলেন অনুব্রত কন্যা সুকন্যা
RELATED ARTICLES