নিজস্ব প্রতিনিধি,বর্ধমানঃ কমিউনিটি সেন্টারের মধ্যে সুস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পৌরপতি। সোমবার পূর্ব বর্ধমানের মেমারি পৌরসভার পৌরপতিকে ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ বিক্ষোভের জেরে উদ্বোধন না করেই ফিরে যান পৌরপতি স্বপন বিষয়ী। মেমারী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের স্বস্তের পাড় এলাকায় কমিউনিটি সেন্টারের বিক্ষোভের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।সোমবার এই এলাকাতেই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনের জন্য তৈরী করা হয় ফ্লেক্স। যে ফ্লেক্সে লেখা “শুভ উদ্বোধন”। এমনকি উদ্বোধনের তারিখও দেওয়া আছে ০৫/০২/২০২৪। স্থানীয় বাসিন্দা পূজা দাস বলেন, কমিউনিটি সেন্টারে স্বাস্থ্য কেন্দ্র করা যাবে না। প্রয়োজন হলে দোতলার উপরে স্বাস্থ্য কেন্দ্র করার দাবী করেন স্থানীয় বাসিন্দারা। এই সুস্বাস্থ্য কেন্দ্রই উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মেমারী পৌরসভার পৌরপতি স্বপন বিষয়ী। ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীল মুর্মু বলেন, কমিউনিটি সেন্টার থাকুক। পাশাপাশি সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হোক। তবে পৌরপতি বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান। অন্যদিকে,এখানে কোন বিক্ষোভ হয় নি বলে সাফাই দিয়েছেন কাউন্সিলর সুনীল মুর্মু।
স্থানীয়দের বিক্ষোভে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল না পৌরপতির
RELATED ARTICLES