সাথী প্রামানিক,পুরুলিয়াঃ কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু হত্যা মামলায় সিসিটিভির ফুটেজ পেশ করলো সিবিআই। গতকাল পুরুলিয়া জেলা আদালতের এ ডি জে তৃতীয় আদালতে পেশ করা হয়। একই সঙ্গে এই মামলায় ধৃতদের আদালতে তোলা হয়। ঘটনার দিন অভিযুক্তরা যে মোটর সাইকেলে করে ঘটনাস্থলের দিকে গিয়েছিল সেই সিসিটিভির ফুটেজ আগেই সংগ্রহ করেছিলো সিবিআই। এর আগেই জেলে গিয়ে অভিযোগকারী সুভাষ গরাই টিআই প্যারেডে অভিযুক্তদের চিহ্নিত করে। গতকাল ঘটনার দিনের সিসিটিভির ফুটেজ দেখে বিচারকের সামনে চিহ্নিত করে অভিযোগকারী সুভাষ গরাই। শশীভূষণ সিং, জাবির আনসারীকে চিহ্নিত করে। অপর অভিযুক্ত কলেবর সিংকে আগেই জেলে গিয়ে টি আই প্যারেডে চিহ্নিত করেন। সেদিনের সিসিটিভিতে দেখা গেছিল একটি সাদা মোটরসাইকেলে করে অভিযুক্তদের ঝালদা মসিনা মোড় থেকে বাগমুণ্ডি রাস্তায় যেতে দেখা যায়। গত ১৩ মার্চ ২০২২ সালে ঝালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু সহ বেশ কয়েকজন গোকুলনগর এলাকায় সান্ধ্য ভ্রমণে বেড়িয়ে ছিলেন। সেই সময় ১টি মোটরসাইকেল করে দুষ্কৃতীরা এসে তপন কান্দুকে গুলি করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ঝালদা ব্লক প্রাথমিক সাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেই দিনই সেখান থেকে তাঁকে ঝাড়খণ্ডের রাঁচিতে নিয়ে যাওয়া হয় সেইদিন রাতেই তাঁর মৃত্যু হয়। সিবিআইয়ের তদন্তকারী অফিসার রঞ্জন কির্তনীয়া বলেন, “আজকে আদালতে একটা ট্রায়াল ছিল। সংগ্রহ করা সিসি টিভির ফুটেজ আদালতে পেশ করা হয়। চিহ্নিতকরণ করা গেছে।” সিবিআইএর আইনজীবি পার্থ তপস্বী জানান, “পুরোটাই দেখা হয়েছে। আসামিকে চিহ্নিত করা হয়েছে।” নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু বলেন, “সিবিআইএর প্রতি প্রথম থেকেই আমি আস্থা রেখেছি। সঠিক তদন্ত আর সুবিচার পাবো বলে আশাবাদী আমি।”
তপন কান্দু হত্যা মামলায় সিসিটিভির ফুটেজ আদালতে পেশ সিবিআইয়ের
RELATED ARTICLES