Tuesday, October 15, 2024
Google search engine
HomeUncategorizedইনসাফ যাত্রায় এসে 'মিথ্যাচার' নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ সেলিমের

ইনসাফ যাত্রায় এসে ‘মিথ্যাচার’ নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ সেলিমের

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বারো বছর ধরে উনি কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? মুখ্যমন্ত্রীর কাজ হল অন্যায় হলে তার তদন্ত করে সত্য বের করা। বারো বছর ধরে উনি মিথ্যাচার করে গেছেন। সত্যকে ধামাচাপা দিয়ে গেছেন। শুক্রবার ইন্সাফ যাত্রায় যোগ দিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহ: সেলিম এই কথা বলেন। সাতই জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক নিয়ে আজ ডি ওয়াই এফ আইয়ের ইন্সাফ যাত্রা বর্ধমানের পালিতপুরে পৌছায়। দেওয়ানদিঘি হয়ে যাত্রা মন্তেশ্বরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।এতে মহ: সেলিম, মীণাক্ষী মুখার্জি,আভাস রায়চৌধুরী সহ অন্যরা অংশ নেন। এদিন সেলিম আরও বলেন, ই.ডি, সি বি আই হাইকোর্টের নির্দেশে কয়েকজন চোরকে ধরেছে। তাতেই ওনার মাথা গরম হয়ে গেছে। এখনো তো কালিঘাটে ঢোকেনি। মমতা ব্যানার্জির গোটা পরিবারের সম্পত্তির হিসেব চাইছে মানুষ। রাতে মমতা ব্যানার্জি ঘুমোতে পারছেন না।
আইন আইনের পথে চলবে। তৃণমূল বা বিজেপির কথায় কেন চলবে? তাহলে বিচার ব্যবস্থাটা তুলে দিন। এদিন মীণাক্ষী বলেন,ওনার কথা উনি বলছেন। যারা চুরি করেছে তারা জেলে গেছে। যারা চুরি করেনি তারা রাস্তায় আছে।ওনার( মুখ্যমন্ত্রীর) পাশে চোর ছাড়া কেউ নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments