নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: দুর্নীতির অভিযোগ তুলে রাস্তায় বসে অবরোধে সামিল হলেন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা। বিডিওকে অফিস থেকে বের করে নিয়ে এসে রাস্তায় ফেলে মারার হুঁশিয়ারিও দিলেন তারা। স্বয়ম্বর গোষ্ঠীর দুর্নীতির অভিযোগে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুরে মেমারি তারকেশ্বর রোড অবরোধের সামিল হলেন স্বয়ম্বর গোষ্ঠীর সদস্যরা। প্রায় আধঘন্টা ধরে অবরোধ চলে। এই অবরোধের জেরে মেমারি তারকেশ্বর রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাদের অভিযোগ, সমবায়ের নকল ফাণ্ড তৈরি করে টাকা আত্মসাৎ করা হচ্ছে। যুক্ত রয়েছে বেশ কিছু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। বারবার প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন সুরাহা হয়নি। তাই রাস্তা অবরোধের পথ তারা বেছে নিয়েছেন।পাশাপাশি তারা জানিয়েছেন, সমস্যার সমাধান না হলে এরপর বিডিও অফিসে তালা লাগিয়ে তারা বিক্ষোভ দেখাবেন। এমনকি বিডিওকে রাস্তায় বের করে নিয়ে এসে ফেলে মারারও হুঁশিয়ারি দিয়েছেন তারা। পড়ে জামালপুর থানার পুলিশ ঘটনা স্থলে গেলে, পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধ কারীরা।
স্বয়ম্বর গোষ্ঠীর ফান্ড নিয়ে দুর্নীতির অভিযোগ,বিডিওকে রাস্তায় ফেলে মারার হুঁশিয়ারি
RELATED ARTICLES