নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: লোকসভা ভোটে যে পঞ্চায়েতে তৃণমূল জিতবে, আগামী ডিসেম্বরের আগে সেই সব পঞ্চায়েত ও এলাকায় বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করলেন অভিষেক বন্দোপাধ্যায়। শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরের সেলিমাবাঁধ সি বি মাঠে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে জনসভা হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেন, পঞ্চায়েত ভোটের আগে দু’মাস রাস্তায় ছিলাম নবজোয়ারে। আর কেউ ছিল? একশো দিনের টাকা পাইনা, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। বাংলার মানুষ বঞ্চিত হয়েছে। আমরা অক্টোবরে দশ হাজার মানুষ নিয়ে দিল্লি গিয়েছিলাম দাবী জানাতে। আমাদের যে ট্রেনে যাবার কথা ছিল সেই ট্রেন বাতিল করে দেয়, তবুও আমাদের আটকানো যায়নি। তিন চার দিন ধরে বাসে করে দিল্লি গিয়েছিলাম এবং সেখানে আন্দোলন সংগঠিত করি। কিন্তু দিল্লি পুলিশ আমাদের জনপ্রতিনিধিদের টানতে টানতে নিয়ে যায়। জামালপুর কৃষি এলাকা। চড়া দামে আলু বীজ কিনতে হয় আপনাদের, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রাসায়নিক সারের দাম। আলু চাষ করতে ডিএপি, পটাস লাগে। প্রধানমন্ত্রী বলেছে ট্রেলার দেখাচ্ছি। কিসের ট্রেলার? চারশো টাকার রান্নার গ্যাস ১১০০ টাকা। অন্যদিকে বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলা গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়েছে বলে জানান তিনি। এই জেলা ১৬-০ করে দিয়েছে। অন্যদিকে তিনি বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারকে উদ্দেশ্যে করে বলেন, উনি তো হরিনঘাটার বিধায়ক আছেন, উনি রানাঘাট ও হরিনঘাটার তপশিলিদের জন্য কি করেছেন? প্রথম দফার ভোটে বিজেপির মাথা ভেঙ্গেছে, দ্বিতীয় দফায় ঘাড় ভেঙ্গেছে আর শেষ দফায় আমার এলাকা ডায়মণ্ডহারবারে বিচুর্ন করে দেব। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী বিজেপি শাসিত রাজ্যগুলি তপশিলি জাতি ও উপজাতিদের উপর অত্যাচারে এগিয়ে আছে। যার মধ্যে একনম্বরে উত্তরপ্রদেশ, দু’নম্বরে রাজস্থান, তিন নম্বরে মহারাষ্ট্র। এবারে লোকসভা নির্বাচনে কেন্দ্রে পরিবর্তন হতে চলেছে। ইণ্ডিয়া জোটের সরকার গঠন হবে। তাতে বাংলার বড় ভূমিকা থাকবে। আপনারাই ঠিক করুন মোদির গ্যারান্টিকে বেছে নেবেন না দিদির গ্যারান্টির সাথে থাকবেন।
জামালপুরে নির্বাচনী সভায় অভিষেক বললেন, তৃণমূল জিতলে সেই এলাকায় দেওয়া হবে বাড়ি তৈরির টাকা
RELATED ARTICLES